ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টানা ছয় জয়ে শীর্ষে লিভারপুল

প্রকাশিত: ০৫:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 টানা ছয় জয়ে শীর্ষে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে লিভারপুল। টানা ছয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে দ্য রেডসরা। শনিবার রাতে এ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে সাউদাম্পটনকে ৩-০ গোলে হারিয়েছে জার্গেন ক্লপের দল। এছাড়া অন্যান্য ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পার, লিচেস্টার সিটি। তবে হোঁচট খেয়েছে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে জোশে মরিনহোর ম্যানইউ। ব্রাইটনের মাঠে ১-২ গোলে জিতেছে টটেনহ্যাম, নিজেদের মাঠে হাডার্সফিল্ড টাউনকে ৩-১ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন লিচেস্টার। আর এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক কার্ডিফ সিটিকে ৫-০ গোালে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি। বর্তমানে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে লিভারপুল। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। ১৫ পয়েন্ট নিয়ে তিনে থাকা চেলসি গত রাতে জয় পেলে দুইয়ে উঠে আসবে। ১২ ও ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে টটেনহ্যাম ও ম্যানইউ। মাত্র ৯ পয়েন্ট নিয়ে আটে লিচেস্টার। সাউদাম্পটনের বিরুদ্ধে লিভারপুলের জার্সি গায়ে অভিষেক হয়েছে সুইস উইঙ্গার জিহার্দান শাকিরির। কোচের আস্থার প্রতিদান দারুণভাবে দিয়েছে রাশিয়া বিশ্বকাপে দারুণ খেলা এই তারকা। ১০ মিনিটে তার ডিফ্লেকটেড শটে ওয়েসলি হোয়েডেটের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর প্রথমার্ধে জোয়ের মাটিপ ও মোহাম্মদ সালাহ’র দুই গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। চার ম্যাচে এটি ছিল সালাহ’র প্রথম গোল। সবধরনের প্রতিযোগিতায় শতভাগ জয় নিয়েই মৌসুমে লিভারপুল নিজেদের এগিয়ে রাখলো। কার্ডিফ সিটিকে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সপ্তাহের মাঝামাঝিতে ফরাসী ক্লাব লিঁওর কাছে ২-১ গোলে হতাশাজন পরাজয় দিয়ে চ্যাম্পিয়ন্স লীগ মিশন শুরু করা ম্যানচেস্টার সিটি এই জয়ে আবারও স্বরূপে ফিরেছে। চ্যাম্পিয়ন্স লীগে প্যারিস সেইন্ট জার্মেইকে পরাজিত করার ম্যাচটি থেকে তিনটি পরিবর্তন করে একাদশ সাজান লিভারপুল কোচ ক্লপ। মৌসুমে প্রথম মূল একাদশে খেলতে নেমেই শাকিরি ও মাটিপ ছিলেন অন্যদের তুলনায় কিছুটা হলেও ভিন্ন। শাকিরির জোরালো শটে হোয়েডেটের পায়ে লেগে বল জালে জড়ালে ১০ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের কর্নার থেকে মাটিপ ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। শাকিরির ফ্রিকিক বারে লেগে ফেরত আসলে সালাহ প্রথমার্ধের ইনজুরি টাইমে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। দল জয়ী হলেও দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্ডার ভার্জিল ফন জিকের পাঁজরের হাড়ের ইনজুরি লিভারপুলকে দুঃশ্চিন্তায় ফেলেছে। ম্যাচ শেষে ক্লপ বলেন, টানা সাতটি ম্যাচে জয় সত্যিই বিশেষ কিছু। কিন্তু দিনে দিনে চ্যালেঞ্জ আরও কঠিন হচ্ছে। খেলোয়াড়রা দারুণ ছন্দে আছে। টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের থেকে আট পয়েন্ট পিছিয়ে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা ইউনাইটেড নিজেদের মাঠে জয়ের আশাই করছিল। কিন্তু উলফসের উজ্জীবিত পারফর্মেন্সে শেষ পর্যন্ত জয় আর আসেনি। গত মে মাসে মতিষ্কে রক্তক্ষরণের কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা স্যার এ্যালেক্স ফার্গুসন প্রিয় ক্লাবের খেলা উপভোগ করতে প্রথমবারের মতো মাঠে উপস্থিত হয়েছিলেন। কিন্তু দিনের শেষে শিষ্যদের ড্র নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। ম্যাচ শুরুর আগে ফার্গুসনকে দাঁড়িয়ে অভিবাদন জানানো হয়। তিনি ও তার স্ত্রী ক্যাথে ইউনাইটেডের ডাইরেক্টর বক্সে বসে ম্যাচটি উপভোগ করেন। যদিও ক্লাবের সবচেয়ে সফল এই কোচের উপস্থিতি ইউনাইটেডকে উজ্জীবিত করতে পারেনি। যদিও ১৮ মিনিটে ফ্রেডের গোলে প্রথমে ইউনাইটেডই এগিয়ে গিয়েছিল। ৫৩ মিনিটে হুয়াও মুটিনহোর কার্লিং শট আটকাতে পারেননি ডেভিড ডি গিয়া। যে কারণে আরেকবার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রেড ডেভিলসদের। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ মরিনহো বলেন, এই এক পয়েন্ট তাদের প্রাপ্য ছিল। তারা শুরুটা ভাল করেছিল, অনেক আক্রমণাত্মক খেলেছে, তাদের ম্যাচে গভীরতা ছিল।
×