ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের মাটিতে সাইফ স্পোর্টিংয়ের শিরোপা

প্রকাশিত: ০৫:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 ভারতের মাটিতে সাইফ স্পোর্টিংয়ের শিরোপা

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুম শুরুর আগে দারুণ একটি সাফল্য কুড়িয়ে নিয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফুটবল দল সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। রবিবার তারা ভারতের মাটিতে জিতে নিয়েছে ‘বদৈাসা আন্তর্জাতিক আমন্ত্রণমূলক কাপ ফুটবলে’র শিরোপা। আসামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে হারায় ভারতের জামশেদপুর ফুটবল ক্লাবকে। সাইফের হয়ে গোলগুলো করেন রাশিয়ান প্লে-মেকার দেনিস (২১ মিনিটে) এবং দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সিউংগিল পার্ক (৮৫ মিনিটে, পেনাল্টি থেকে)। এর আগে সাইফ কোয়ার্টার ফাইনালে আসামের দুলিয়াজান ক্লাবকে ৪-০ (গোলদাতা : পার্ক ২টি, ইয়াসিন ও কর্দোবা ১টি করে) এবং সেমিফাইনালে ভারতের গোকুলাম কেরালা এফসিকে ১-০ (গোল : কর্দোবা) হারায়। অপর সেমিতে জামশেদপুর এফসি ১-০ গোলে হারিয়েছিল চিয়াসাল যুব দলকে। কোন সন্দেহ নেই, বিদেশের মাটিতে এই জয় সাইফের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। এটা তাদের আসন্ন মৌসুমে আরও ভাল খেলতে প্রেরণা জোগাবে।
×