ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভারতের বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু আজ আসছেন

প্রকাশিত: ০৮:১১, ২৪ সেপ্টেম্বর ২০১৮

ভারতের বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু আজ আসছেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতের বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু আজ সোমবার বিকেলে পাঁচদিনের সফরে ঢাকা আসছেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসছেন। এই সফরে বন্ধুপ্রতীম দুই দেশের ব্যবসা বাণিজ্যের অগ্রগতির বিষয়ে আলোচনা হবে। সুরেশ প্রভু ঢাকায় পৌঁছে আজই প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে ভোলা যাবেন। ভোলায় স্বাধীনতা জাদুঘর পরিদর্শন ছাড়াও সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। ভোলা থেকে ওদিনই তিনি ঢাকায় ফিরবেন। ২৬ সেপ্টেম্বর দুই দেশের বাণিজ্যমন্ত্রী বৈঠকে বসবেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের সঙ্গেও বৈঠক করবেন। ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বৈঠক ও বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। তিনি ২৮ সেপ্টেম্বর সকালে ঢাকা ত্যাগ করবেন। উল্লেখ্য, গত এপ্রিলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তাকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেন তিনি। সে অনুযায়ী গত জুনে ঢাকা আসার কথা ছিল সুরেশ প্রভুর। কিন্তু বিভিন্ন কারণে সেই সফর পিছিয়ে যায়। সুরেশ প্রভু ভারতের বিমান মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন।
×