ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জের রামগঙ্গায় সহাসড়কে গণডাকাতি

প্রকাশিত: ০৯:১৩, ২৪ সেপ্টেম্বর ২০১৮

 হবিগঞ্জের রামগঙ্গায় সহাসড়কে  গণডাকাতি

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ নিয়মিত পুলিশ টহল থাকার কথা, অথচ আকস্মিক তা সরিয়ে নেয়ায় রবিবার রাতে ঢাকা-সিলেট পুরান মহাসড়কে রামগঙ্গা নামক স্থানে যাত্রীবাহী বাস-ট্রাকসহ ছোটখাটো যানে গণডাকাতির সময় আইসিসির প্রসিকিউটর ও আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সাঈদুল হক সুমন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। এমনটিই অভিযোগ করে তিনি জনকণ্ঠকে বলেছেন, এ সময় নাকি যাত্রীদের আর্তচিৎকারে পুলিশের কোন সহযোগিতা পাওয়া যায়নি। এছাড়া তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে তাকে পুলিশী নিরাপত্তা দেয়ার নির্দেশ থাকলেও চুনারুঘাট থানার ওসি অজ্ঞাত কারণে তা দেয়া থেকে বিরত রয়েছেন। সুমনের অভিযোগ, এই ওসি সরকার বিরোধী মনোভাবাপন্ন এবং আগামী নির্বাচনে অন্য এক প্রার্থীকে সুযোগ করে দিতেই নাকি ডাকাতদের মাধ্যমে তাকে হত্যার পরিকল্পনা করেছেন। তবে ডাকাতরা তেড়ে আসার মুহূর্তে বডিগার্ড তাকে সরিয়ে নেয়ায় সুমন অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এদিকে নবাগত এসপি মোহাম্মদ উল্লাহ জনকণ্ঠকে জানান, ব্যারিস্টার সুমনের ফোন পেয়ে এবং ডাকাতির ঘটনা শুনে তা বন্ধে ও জড়িতদের গ্রেফতারে তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন। ওই ডাকাতিকালে ব্যারিস্টার সাঈদুল হক সুমন ও এক সাংবাদিকসহ নারী-পুরুষ মিলিয়ে অন্তত দু’শতাধিক যাত্রী ডাকাতদলের কবলে পড়েন। ব্যারিস্টার সুমন জানান, ৮/১০টি বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার যাত্রীদের মারধর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেটসহ প্রায় ৪/৫ লাখ টাকা নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয় সশস্ত্র ডাকাত দল। এমনকি এতে কয়েকজন আহতও হয়েছেন।
×