ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

প্রকাশিত: ০৯:১৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রুপ পর্বেও পাকিস্তানকে পাত্তা দেয়নি ভারত। এশিয়া কাপের ‘সুপারফোরে’র ম্যাচেও ভারতের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি পাকিস্তান। এবার আরও বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। শিখর ধাওয়ান (১১৪) ও রোহিত শর্মার (১১১*) জোড়া শতকে ৯ উইকেটের জয় পায় ভারত। এই জয়ে সবার আগে ফাইনালে খেলাও নিশ্চিত করে ফেলেছে রোহিত শর্মার দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান। আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়। ভারতের মত শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে ২৩৮ রানের টার্গেট দাঁড় করাতে পারে। শোয়েব মালিকের ৭৮, সরফরাজ আহমেদের ৪৪, ফখর জামানের ৩১ ও আসিফ আলীর ৩০ রানে ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩৭ রান করতে পারে পাকিস্তান। তখনই আসলে বোঝা হয়ে যায়, গ্রæপ পর্বে ভারতের কাছে ৮ উইকেটে হারা পাকিস্তান এবারও বড় ব্যবধানেই হারতে যাচ্ছে। দুই ওপেনার রোহিত ও ধাওয়ান মিলেতো পাকিস্তানকে ১০ উইকেটে হারানোর পথেই এগিয়ে যাচ্ছিলেন। দুইজন মিলে ২১০ রানের জুটি গড়ে ফেলেন। এমন জুটি গড়ে ফেলার পর কী আর ম্যাচে কিছু থাকে। দলীয় ২১০ রানে গিয়ে ১০০ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১১৪ রান করে আউট হয়ে যান ধাওয়ান। তবে রোহিত থামেননি। আম্বাতি রায়ুডুকে (১২*) নিয়ে সহজেই ম্যাচ জিতেই মাঠ ছাড়েন। ১১৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় অপরাজিত ১১১ রান করেন রোহিত। দলও ১ উইকেট হারিয়ে ৩৯.৩ ওভারে ২৩৮ রান করে ম্যাচ জিতে। ‘সুপারফোরে’ টানা দুই জয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা নিশ্চিত করে নেয় ভারত। স্কোর \ পাকিস্তান ইনিংস ২৩৭/৭; ৫০ ওভার (শোয়েব মালিক ৭৮, সরফরাজ ৪৪, ফখর ৩১, আসিফ ৩০; বুমরাহ ২/২৯, কুলদ্বীপ ২/৪১, চাহাল ২/৪৬)। ভারত ইনিংস ২৩৮/১; ৩৯.৩ ওভার (ধাওয়ান ১১৪, রোহিত ১১১*, রায়ুডু ১২*)। ফল \ ভারত ৯ উইকেটে জয়ী। ম্যাচ সেরা \ শিখর ধাওয়ান (ভারত)।
×