ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অন্যায় আচরণ সংশোধন করুন ॥ আমেরিকাকে ইরান

প্রকাশিত: ১৮:২৮, ২৪ সেপ্টেম্বর ২০১৮

অন্যায় আচরণ সংশোধন করুন ॥ আমেরিকাকে ইরান

অনলাইন ডেস্ক ॥ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসবাদ সম্পর্কে যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে তাকে আমেরিকার দ্বিমুখী ও পরস্পরবিরোধী নীতির ফসল বলে প্রত্যাখ্যান করেছে ইরান। সম্প্রতি মার্কিন প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে যেসব ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে সে সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, মার্কিন প্রতিবেদনে এমন সময় তেহরানকে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করা হয়েছে যখন গতকালই ইরানের আহওয়াজ শহরের সন্ত্রাসী হামলায় প্রমাণিত হয়েছে, ইরান সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলার অন্যতম বড় শিকার। কাসেমি বলেন, বিগত দশকগুলোতে আমেরিকার বিভিন্ন সরকার বিশ্বের নানা অঞ্চলে নিজেদের অশুভ লক্ষ্য হাসিলের উদ্দেশ্যে অসংখ্য সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম দিয়েছে। মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতায় মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে যেসব অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে তা থেকে বিশ্বজনমতের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখার জন্য ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বাহরাম কাসেমি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী ইরান-ভীতি ছড়িয়ে দেয়ার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হলেও সেই অসফল নীতি নিয়ে পড়ে রয়েছে ওয়াশিংটন। তিনি এ ধ্বংসাত্মক নীতি পরিহার করে নিজের আচরণ সংশোধন করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।
×