ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিরিয়ায় রুশ বিমান বিধ্বস্ত করেছে ইরান, দাবি ইসরায়েলের

প্রকাশিত: ১৮:২৯, ২৪ সেপ্টেম্বর ২০১৮

সিরিয়ায় রুশ বিমান বিধ্বস্ত করেছে ইরান, দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক ॥ সিরিয়া ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক মহল। তারই জের ধরে দেশটির আকাশসীমায় রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে রাশিয়া। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে দেশটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে ইসরায়েলের দাবি, এ ঘটনার জন্য দায়ী ইরান। এক বিবৃতিতে রাশিয়ার মেজর জেনারেল আইগর কোনাশেনকভ বলেন, আমরা মনে করি ইসরায়েল এ ঘটনার জন্য দায়ী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের অভিযোগ, ইসরাইলি জঙ্গিবিমানগুলো ইচ্ছা করে ওই এলাকায় চলাচল করা অন্যান্য উড়োজাহাজের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছিল। এ সময় ইসরায়েলি চারটি জঙ্গিবিমান সিরিয়ায় হামলা চালায় বলে জানিয়েছে রাশিয়া। দেশটির দাবি, ইসরায়েলি বিমানের পাইলটরা রাশিয়ার উড়োজাহাজটিকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। এতে মিসাইলের আঘাতে রাশিয়ায় বিমানটি বিধ্বস্ত হয়। এদিকে, এই ঘটনা নিয়ে রবিবার ইসরায়েলের দাবী প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আবারও ইসরায়েলকে দায়ী করা হয়েছে।
×