ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এশিয়ার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন মাশরাফি

প্রকাশিত: ১৮:৩০, ২৪ সেপ্টেম্বর ২০১৮

এশিয়ার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন মাশরাফি

অনলাইন ডেস্ক ॥ এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানকে ৩ রানে হারানোর ম্যাচে অনেকের মধ্যে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবদান কম নয়। চতুর্থ উইকেট জুটিতে ম্যাচ আজহার আফগান ও হাসমাতুল্লাহ শাহিদি ম্যাচ থেকে বাংলাদেশকে প্রায় ছিটকে ফেলে দিচ্ছেলেন। হাতে থাকা তিন বিশেষজ্ঞ স্পিনার, এমনকি মুস্তাফিজকে দিয়েও যখন কোনো ফল আসছিল না, তখন বল নিজের হাতে তুলে নেন অধিনায়ক মাশরাফি। সফলতাও আসে। ৪০তম ওভারে ভয়ংকর হয়ে উঠা আজহারকে ৩৯ রানে এবং ৪৪তম ওভারে আফগানিস্তানের সর্বোচ্চ স্কোরার (৭১) শাহিদিকে ফিরিয়ে ম্যাচের লাগাম ধরে রাখেন মাশরাফি। আর এই দুই উইকেট নেওয়ার মধ্য নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন 'নড়াইল এক্সপ্রেস'। ওয়ানডেতে দ্রুততম ২৫০ উইকেট পাওয়া বোলারের তালিকায় ভারতীয় কিংবদন্তি কপিল দেব ও লংকান পেস মেশিন চামিন্দা ভাসকে পেছনে ফেলেছেন মাশরাফি। কপিল ২১৮ ম্যাচ এবং ভাস ২০৪ ম্যাচে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। আর সেই তালিকায় ঢুকতে মাশরাফি খেলেছেন মাত্র ১৯৪টি ম্যাচ।
×