ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনবল সংকটে ভুগছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

প্রকাশিত: ১৮:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮

জনবল সংকটে ভুগছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ নবগঠিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জনবল সংকটে ভ’গছে। জেলা পুলিশ থেকে ধার করে চলতে হচ্ছে তাদের। ১১৫২জনবল বরাদ্দ হলেও এখন পর্যন্ত ৭শ’রও কম জনবল নিয়ে দেশের সবচেয়ে বড় সিটি এলাকার আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে জিএমপি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান, গত ১৬সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) উদ্বোধন করা হয়েছে। জিএমপি’র জন্য ১১৫২জনবল বরাদ্দ দেয়া হলেও গেল রবিবার পর্যন্ত জিএমপি’তে মাত্র ৬৯৯ জনবল যোগ দিয়েছেন। ইতোপূর্বে ১৮শ’র মত জনবল নিয়ে শিল্প-কারখানা সমৃদ্ধ গাজীপুরের আইন শৃঙ্খলা রক্ষা করতে জেলা পুলিশকে হিমশিম খেতে হয়েছে। এখন সেখানে সাত’শর মত জনবল নিয়ে মেট্রোপলিটনের সবকিছু সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে। মেট্রো অঞ্চলে ট্রাফিক নিয়ন্ত্রণ করাসহ অন্যান্য কাজেও পর্যাপ্ত পুলিশ দরকার। বর্তমানে জেলা পুলিশ থেকে ধার করেই সবকিছু সামাল দিতে হচ্ছে। রবিবারের শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনাটি সামাল দিতে জিএমপি’কে হিমশিম খেতে হয়েছে। এজন্য শিল্প পুলিশও তাদের যথেষ্ট সহযোগিতা করেছে। সোমবারের জন্যও মেট্রোর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত পুলিশ চাওয়া হয়েছে। তবে এ সংকট কাটিয়ে উঠতে তাদের আরো দুই হাজারের মত জনবল প্রয়োজন বলে মনে করেন পুলিশ কমিশনার। সংকটের মধ্যেও বর্তমানে গাজীপুরে যানজট সমস্যার উন্নতি হয়েছে। মহাসড়কের অবৈধ ফুটপথ দখল মুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় জনবল হলে গাজীপুর সিটির নাগরিকদের কাঙ্খিত সেবা দিতে পারবে। ২০১৩ সালের ১৬ জানুয়ারি ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় দেশের ১১তম সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন। ২০১৭ সালের অক্টোবরে গঠিত হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গত ১৬ সেপ্টেম্বর হতে ৮টি থানা নিয়ে জিএমপি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। জিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মনজুর রহমান জানান, ২০১৮ সালের ১৮ জুলাই ডিআইজি পদমর্যাদার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জিএমপি’র কমিশনার হিসেবে নিয়োগ পান। এরপর তিনি ২৪ জুলাই জিএমপির কমিশনার হিসেবে যোগ দেন।
×