ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের পছন্দের বিচারক কাভানার বিরুদ্ধে আরেক নারীর অভিযোগ

প্রকাশিত: ১৯:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০১৮

ট্রাম্পের পছন্দের বিচারক কাভানার বিরুদ্ধে আরেক নারীর অভিযোগ

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত বিচারক ব্রেট কাভানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন আরেক নারী। ইয়েল বিশ্ববিদ্যালয়ে বিচারক কাভানার সহপাঠী ছিলেন ডেবোরাহ রামিরেজ নামের সেই নারী। রবিবার সংবাদমাধ্যম নিউইয়র্কারকে তিনি বলেন, শিক্ষার্থীদের একটি আবাসনে অনুষ্ঠান চলছিল। সেখানে কাভানা তাঁর জননাঙ্গ প্রদর্শন করেন এবং অনুমতি ছাড়া তাঁর শরীরে ঠেসে ধরেন। অবশ্য বিচারক ব্রেট কাভানা এ অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর চরিত্র কালিমালিপ্ত করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে ক্রিস্টিন ব্ল্যাসি ফোর্ড নামের এক অধ্যাপক বিচারক ব্রেট কাভানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। আগামী বৃহস্পতিবার সিনেট জুডিশিয়ারি কমিটিতে তাঁর সাক্ষ্য নেওয়া হবে। ডেবোরাহ রামিরেজ বলেন, ১৯৮৩-৮৪ শিক্ষাবর্ষে তিনি ও কাভানা ইয়েল বিশ্ববিদ্যালয়ে মাত্র ভর্তি হয়েছেন। সে সময় যৌন হয়রানির ঘটনা ঘটে। শিক্ষার্থীদের আবাসনে একটি অনুষ্ঠানে তাঁরা অংশ নিয়েছিলেন। সেখানে তিনি যৌন হয়রানির শিকার হন। এক বিবৃতিতে ব্রেট বলেন, ‘৩৫ বছর আগে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। যারা আমাকে চেনে, তারা বলতে পারবে যে এ ধরনের ঘটনা ঘটেনি।’ এ ব্যাপারে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, প্রশাসন ব্রেট কাভানার পক্ষেই আছে। সর্বশেষ যে অভিযোগ এসেছে, তা ডেমোক্রেটদের পরিকল্পনায়একজন ভালো মানুষকে কালিমালিপ্ত করা হচ্ছে।
×