ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিয়ামতপুরে খাসজমি নিয়ে সংঘর্ষ ॥ নিহত ১ আহত ১৫

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮

নিয়ামতপুরে খাসজমি নিয়ে সংঘর্ষ ॥ নিহত ১ আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৪ সেপ্টেম্বর ॥ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ভাতকু-ু গ্রামে সোমবার সকালে খাস জমির দখল নিয়ে ভূমিহীন ও জোতদারদের সংঘর্ষে ১জন নিহত ও উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়রা জানায়, ওই গ্রামে একটি খাস সম্পত্তির ওপর গত ৩১ সেপ্টেম্বর একই গ্রামের প্রায় ৩৪টি ভূমিহীন পরিবার ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল। কিন্তু আদমপুর গ্রামের মৃত ফজর আলী ম-লের ছেলে রফিক মণডলের ওয়ারিশগণ জমিটি তাদের নিজেদের (পত্তন সূত্রে) দাবি করে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে গত ২৪ দিনে অনেক দেন-দরবার হয়েছে। শেষ পর্যন্ত ভূমিহীন পরিবার আদালতের আশ্রয় নিয়েছে। কিন্তু ভূমিদস্যূ রফিকুলের ওয়ারিশগণ বিভিন্নভাবে ভূমিহীনদের ওই জমি থেকে উঠে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। এর এক পর্যায় সোমবার সকাল ৬টার দিকে জোতদার রফিকুলের ছেলে মনোয়ার, আকতারুল, নূর আমিন ও ফরিদের নেতৃত্বে প্রায় ২শ’ ভাড়াটে লাঠিয়াল নিয়ে ঘুমন্ত ভূমিহীন পরিবারের ওপর চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা ভূমিহীনদের বসতবাড়িতে অগ্নিসংযোগসহ মালামাল লুটপাট করে। এ সময় উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে। এতে ভূমিহীনদের দুই নারীসহ ৮জনসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় জোতদারদের পক্ষে কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়। আহত ভূমিহীনদের মধ্যে ভাতকু-ু গ্রামের রিয়াজ উদ্দিন (৭০), সামসুদ্দিন (৩৫), শাহিন (৩২), আনোয়ারা (৪৫), ফাতেমা (২৭), রায়হান (২১), মোজাফফর হোসেন (৪৪), রফিকুল ইসলাম (৪৫) ও রহমানকে (৩২) স্থানীয় হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে রিয়াজ উদ্দিন (৭০) এবং সামসুদ্দিনের (৩৫) অবস্থা আশঙ্কাজনক। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×