ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হকারদের ধাওয়ায় ট্রাফিক পুলিশের তিন সহযোগী আহত

প্রকাশিত: ০৫:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০১৮

হকারদের ধাওয়ায় ট্রাফিক পুলিশের তিন সহযোগী আহত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৪ সেপ্টেম্বর ॥ রবিবার রাতে টঙ্গী চেরাগআলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশের ফুটপাথ দখলমুক্ত করার সময় হকারদের ধাওয়ায় মেয়র জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের কর্মী, ট্রাফিক পুলিশের ৩ সহযোগী আহত হয়েছেন। এক পর্যায়ে ফুটপাথ ব্যবসায়ীরা ধাওয়া করে ট্রাফিক পুলিশ সহযোগীদের সাবেক টঙ্গী পৌরসভার অভ্যন্তরে ঢুকিয়ে আটকে রাখে। এ সময় ফুটপাথের হকাররা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে, গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র জাহাঙ্গীর আলম টঙ্গীতে ছুটে এসে অবরুদ্ধ ট্রাফিক পুলিশ সহযোগীদের আটকা অবস্থা থেকে উদ্ধার করেন। পরে তিনি এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, টঙ্গী সেতু থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটমুক্ত রাখতে সড়কের দু’পাশে ফুটপাথ দখলমুক্ত রাখতে যে কোন পদক্ষেপ নেয়া হবে। তিনি স্থানীয় জনগণকে হকার নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম টঙ্গী সেতু থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে ফুটপাথ দখলমুক্ত রাখতে ২৫ দিন মাইকিং শেষে স্থানীয় প্রশাসন উচ্ছেদ অভিযানে নামে।
×