ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাসাইলে ধান ক্ষেতে আলোক ফাঁদ কর্মসূচী

প্রকাশিত: ০৬:০১, ২৫ সেপ্টেম্বর ২০১৮

বাসাইলে ধান ক্ষেতে আলোক ফাঁদ কর্মসূচী

টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তত্ত্বাবধানে ধান ক্ষেতের শত্রু পোকা-মাকড় নির্ণয় ও নিধনের অংশ হিসেবে ধান ক্ষেতে আলোক ফাঁদের কার্যক্রম চালানো হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া বাজারের পাশে ধানের জমিতে এ কার্যক্রম চালানো হয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকরা সাধারণত না জেনে, না বুঝে ধান ক্ষেতে পোকা-দমনের জন্য অযথা টাকা খরচ করেন। কারণ ধান ক্ষেতে যেমন শত্রু পোকা রয়েছে তেমনি বন্ধু পোকাও ধান ক্ষেতে থাকে। তাই আমরা কৃষকদের সচেতনতা ও অযথা অর্থনৈতিক ব্যয় হতে বাঁচানোর উদ্দেশে বিশাল ধান ক্ষেত জুড়ে ক্ষতিকারক পোকা নির্ণয়ের জন্য আলোক ফাঁদ পরীক্ষা চালিয়ে থাকি। ধান ক্ষেতে পরীক্ষা চালানোর সময় দেখা যায়, দু’ চারটি ক্ষতিকারক পোকার উপস্থিত ছাড়া আলোক ফাঁদে তেমন অন্য কোন পোকার উপস্থিতি চোখে পড়েনি। উক্ত আলোক ফাঁদ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবী, কৃষি সম্প্রাসারণ অফিসার রুপালী খাতুন ও উপ-সহকারী কৃষি অফিসার হাবিবুর রহমানসহ অন্যান্য উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ। এ সময় প্রায় ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি সাউথইস্ট ভার্সিটিতে শিক্ষার মান উন্নয়নে সভা সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইউ) উচ্চশিক্ষার মান উন্নয়ন বিষয়ক জাতীয় সম্মেলন ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের তেজগাঁওয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন কাউন্সিলের সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ। উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি এ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী । -বিজ্ঞপ্তি
×