ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেসিসির নবনির্বাচিত মেয়রকে বরণ করতে ব্যাপক আয়োজন

প্রকাশিত: ০৬:০২, ২৫ সেপ্টেম্বর ২০১৮

কেসিসির নবনির্বাচিত মেয়রকে বরণ করতে ব্যাপক আয়োজন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে নতুন পরিষদ মঙ্গলবার বিকেলে দায়িত্ব গ্রহণ করবেন। নগর ভবনের নিচুতলার স্থাপিত মঞ্চে বিদায়ী মেয়র মনিরুজ্জামান মনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। দায়িত্বগ্রহণ অনুষ্ঠানটি সুন্দর ও স্মরণীয় করতে সিটি কর্পোরেশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতোপূর্বে গঠিত ৫টি কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্বিতীয় মেয়াদে মেয়র হিসেবে তালুকদার খালেকের এটি রাজর্ষিক প্রত্যাবর্তন। তিনি মেয়রের দায়িত্ব নেয়ার পূর্বেই একনেক বৈঠকে কেসিসির জলাবদ্ধতা নিরসনে ৮২৩ কোটি টাকার মেগা প্রকল্প পাস করিয়ে এনেছেন। মাত্র তিন মাসের মধ্যে প্রকল্প গ্রহণ, মন্ত্রণালয়ের অনুমোদন এবং একনেকে পাস করানোর বিরল দৃষ্টান্ত স্থাপন করায় নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এ অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে নগরভবনে ব্যাপক আয়োজন করা হয়। কেসিসি সূত্র জানায়, প্রায় চারশ’ জন অতিথিকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন খুলনা-বাগেরহাটসহ পার্শ্ববর্তী জেলার সংসদ সদস্যবৃন্দ, দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা, জেলা পরিষদের চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা, মিডিয়া কর্মীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
×