ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়ে ফিরল পিএসজি

প্রকাশিত: ০৬:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০১৮

জয়ে ফিরল পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মৌসুমের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই জয়ের স্বাদ পায় তারা। তবে ইউরোপ সেরার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লীগেই ধাক্কা খায় প্যারিস জায়ান্টরা। গত সপ্তাহে এ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৩-২ গোলে হার মানে পিএসজি। তবে সেই ধাক্কা সামলিয়ে আবারও জয়ে ফিরেছে নেইমার-কাভানি-এমবাপেরা। রবিবার ফ্রেঞ্চ লীগ ওয়ানে ম্যাচের শুরুতেই নিজেদের ভুলে গোল খেয়ে বসে পিএসজি। তবে ঘুরে দাঁড়িয়ে রেনের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে টমাস চাচেলের দল। স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া ম্যাচটি ৩-১ গোলে জিতেছে পিএসজি। প্রতিপক্ষের মাঠে দশম মিনিটে গোল খেতে বসেছিল পিএসজি। দারুণ এক আক্রমণে ফরাসী মিডফিল্ডার জেমস লেয়া সিলিকির শটে পরাস্ত হয়েছিলেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। কিন্তু শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে দলকে বাঁচান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। পরের মিনিটেই অবশ্য পিছিয়ে পড়ে তারা। ফরাসী মিডফিল্ডার ক্লেমাঁ গ্রেনিয়ের কর্নার দুর্ভাগ্যজনকভাবে আদ্রিওঁ রাবিয়টের কাঁধে লেগে জালে ঢুকে যায়। ৪৩ মিনিটে নেইমারের উঁচু করে বাড়ানো বলে এডিনসন কাভানির ফ্লিক পাঞ্চ করে ফেরান গোলরক্ষক। খানিক পরই সমতায় ফেরে পিএসজি। ৪৫ মিনিটে বাইলাইন থেকে জার্মান মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলারের কাটব্যাক ডি-বক্সের বাইরে ডামি করেন উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। আর ছুটে এসে নিচু শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় পিএসজি। নেইমারের পাস পেয়ে কাভানির শট লাগে পোস্টে। পরের মিনিটে ডি মারিয়ার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬১ মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা থমাস মুনিয়ের গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় পিএসজি। নেইমারের পাস পেয়ে ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান বেলজিয়ামের এই ডিফেন্ডার। লিভারপুলের কাছে হারের ম্যাচেও একটি গোল করেছিলেন মুনিয়ের। ৮৩ মিনিটে এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের ব্যবধান বাড়ালে জয় নিশ্চিত হয়ে যায় অতিথি হয়ে খেলতে আসা পিএসজির।
×