ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চতুর্থ জাতীয় মহিলা হকি শুরু আজ

প্রকাশিত: ০৬:৩৪, ২৫ সেপ্টেম্বর ২০১৮

চতুর্থ জাতীয় মহিলা হকি শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থপনায় আজ শুরু হচ্ছে চতুর্থ জাতীয় মহিলা হকি প্রতিযোগিতা। এবারের আসরে দুই গ্রুপে সাত দল অংশ নিচ্ছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সাত দিনব্যাপী এই প্রতিযোগিতা ১ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) কর্নেল (অব) মীর মোহাম্মদ মোতাহার হাসান, বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাহবুব এহসান রানাসহ অন্যরা। সাত দলকে দুই গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। ‘ক’ গ্রুপে রয়েছে খুলনা, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ। ‘খ’ গ্রুপে রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগ। ২৫-২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। ৩০ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ১ অক্টোবর হবে ফাইনাল। চ্যাম্পিয়ন দল ৬০ হাজার ও রানার্সআপ দল ৪০ হাজার টাকা প্রাইজমানি পাবে।
×