ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছায়ানটে ‘প্রাণের খেলা’য় রবীন্দ্রনাথের গান

প্রকাশিত: ০৬:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০১৮

ছায়ানটে ‘প্রাণের খেলা’য় রবীন্দ্রনাথের গান

স্টাফ রিপোর্টার ॥ উনিশ-বিশ শতকে বাংলা গানের সনাতন পদ্ধতি ভেঙে নতুন রীতিতে ভক্তিমূলক গান, রাগসঙ্গীত, রাগপ্রধান গান এবং লঘু সঙ্গীতের মিলিত ধারায় আধুনিক বাংলা গানের নতুন শৈলীর সূচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর যা স্বকীয় অভিনবত্বে প্রোজ্জ্বল। এই সঙ্গীতকলা মানুষের বৈচিত্রময় জীবনের প্রাণস্ফূর্তিতে আজও প্রাসঙ্গিক। সঙ্গীত চর্চার মাধ্যমে এর বিকাশ এবং প্রসারে ছায়ানট মিলনায়তনে ‘প্রাণের খেলা’ শীর্ষক নিয়মিত গানের আসরের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ এই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন শামা রহমান এবং মোস্তাফিজুর রহমান তূর্য। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। শিল্পী শামা রহমানে জন্ম ঢাকায়। ছোটবেলায় ওস্তাদ ফজলুল হকের কাছে উচ্চাঙ্গসঙ্গীতে প্রশিক্ষণ নেন। এরপর ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনে দুই বছর অধ্যয়ন করেন। পরবর্তীতে বুলবুল একাডেমিতে আতিকুল ইসলামের কাছে পাঁচ বছর গান শেখেন। এ পর্যন্ত তাঁর চৌদ্দটি এ্যালবাম প্রকাশ হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষে ইউনেসকোর উদ্যোগে তাঁর নয়টি এ্যালবাম ২০১১ সালে প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে উন্মোচিত হয়। দেশে ও বিদেশের বহু মঞ্চে তিনি গান পরিবেশন করেছেন। অন্য দিকে শিল্পী মোস্তাফিজুর রহমান তূর্যর গানের চর্চা শুরু ছোটবেলায় মায়ের অনুপ্রেয়ণায়। প্রথম গুরু প্রদীপ দাশ। ২০০৯ সালে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলনের প্রতিযোগিতায় সাধারণ বিভাগে প্রথম স্থান অর্জন। ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনে সাফল্যের সাথে রবীন্দ্রসঙ্গীতের কোর্স সমাপ্ত করে বর্তমানে ছায়ানটেই শিক্ষক হিসেবে নিযুক্ত আছেন। শিক্ষার্থী অবস্থায় গুণী শিক্ষকদের সান্নিধ্য লাভের সুযোগ ঘটেছে, এর মধ্যে সন্জিদা খাতুন, মিতা হক, লাইসা আহমদ উল্লেখযোগ্য। বর্তমানে অসিত দের কাছে উচ্চাঙ্গসঙ্গীতে তালিম নিচ্ছেন। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও প্রাইভেট টেলিভিশন চ্যানেল গুলোতে গান পরিবেশন করে থাকেন।
×