ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে ‘রজিত কুমার নাট্য পদক-২০১৮’ সম্মাননায় ভূষিত হলেন তপন হাফিজ

প্রকাশিত: ০৬:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০১৮

কিশোরগঞ্জে ‘রজিত কুমার নাট্য পদক-২০১৮’ সম্মাননায় ভূষিত হলেন তপন হাফিজ

সংস্কৃতি ডেস্ক ॥ কিশোরগঞ্জে একতা নাট্য গোষ্ঠীর ‘রজিত কুমার নাট্য পদক-২০১৮’ সম্মাননায় ভূষিত হলেন নাট্যতীর্থের প্রধান, নাট্য নির্দেশক ও অভিনেতা তপন হাফিজ। সম্প্রতি কিশোরগঞ্জে একতা নাট্য গোষ্ঠীর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী দিনে তাকে এ সম্মাননা দেয়া হয়। এর মাধ্যমে এ বছর থেকেই নাট্য বন্ধু রজিত কুমার ভৌমিকের স্মরণে একতা নাট্য গোষ্ঠীর ‘রজিত কুমার নাট্য পদক-২০১৮’ সম্মাননা প্রবর্তন করা হয়। উৎসবের উদ্বোধনী দিন ২২ সেপ্টেম্বর এ সম্মাননা পদক প্রদান করা হয়। কিশোরগঞ্জে একতা নাট্য গোষ্ঠীর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘আঁধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব’ এ স্লোগানে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সে?েটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক নাট্যজন তপন হাফিজ ও কিশোরগঞ্জের বিজ্ঞ পিপি এ্যাডভোকেট শাহ আজিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতা নাট্য গোষ্ঠীর সভাপতি হাসিনা আক্তার।
×