ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘সিংহাসন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তুহিন

প্রকাশিত: ০৬:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০১৮

‘সিংহাসন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তুহিন

স্টাফ রিপোর্টার ॥ দেবরাজ প্রডাকশনের ব্যানারে ‘সিংহাসন’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্প্রতি মুক্তি পেয়েছে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হাজী তুহিন। পলাশ খান পরিচালিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন হিমেল রাজ, সৌরভ ফারসি, নাফিজা, ডিএম হিরা প্রমুখ। হাজী তুহিন ছোট বেলা থেকেই শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে ছিল তার নাড়ির টান। বয়াতিদের পালাগান, বাউল গান, লালন-হাছন-রাধারমনের গান শুনতেন। স্কুলে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন। শিক্ষকরা তার প্রশংসা করতেন। বয়স বাড়ার পর পেশাগত ব্যস্ততার মাঝেও সংস্কৃতিতে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পনেরো আগস্টের বিয়োগান্তক ঘটনার ওপর নির্মিত ‘রক্তের ঋণ’ শিরোনামের গানটি তৈরিতে সংশ্লিষ্টদের উৎসাহিত করেছেন। তার পরিকল্পনায় হাবিব মোস্তফার কথা-সুর ও গায়কীতে গানটি নির্মিত হয়েছে। হাজী তুহিন কুয়েত, বাহরাইন, সৌদি আরব, নেপাল, ইন্ডিয়াসহ কয়েকটি দেশে সরকারী সফরে অংশ নিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি ‘নজরুল গবেষণা পরিষদ’র উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন। নিবেদিত প্রাণ সংস্কৃতিসেবী হাজী তুহিন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার লক্ষ্মীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। সাবেক মেধাবী ছাত্রনেতা হাজী তুহিন সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার পাশাপাশি নিজেকে সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কর্মকা-ে সম্পৃক্ত রেখেছেন। তার জন্য শুভকামনা।
×