ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দর বাড়ার শীর্ষে সায়হাম টেক্সটাইল

প্রকাশিত: ০৭:০৪, ২৫ সেপ্টেম্বর ২০১৮

দর বাড়ার শীর্ষে সায়হাম টেক্সটাইল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৮.২৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৪৩ বারে ২৯ লাখ ৫১ হাজার ৬৫৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৭৯ লাখ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৫.৬৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯৩১ বারে ১০ লাখ ৯৫ হাজার ১৬৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৩ লাখ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, তাকাফুল ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স, ম্যারিকো, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
×