ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেনে পানি জমা

প্রকাশিত: ০৭:২০, ২৫ সেপ্টেম্বর ২০১৮

ব্রেনে পানি জমা

ব্রেনে পানি জমা এবং মাথা বড় হওয়াকে ইংরেজীতে বলে Hydrocephalus। আমাদের ব্রেইনের গভীরে ভেন্ট্রিকল নামে এক ধরনের খালি জায়গা আছে। যেখান থেকে CSF বা cerebrospinal fluid তৈরি হয়। একদিকে এই পানি যেমন তৈরি হয়, অন্যদিকে উহা রক্তে শোধিত হয়। যার ফলে পূর্ণ বয়স্ক মানুষের মগজে ১৫০ মিলি ঈঝঋ থাকে। প্রতিদিন প্রায় ৪৫০ মি. লি ঈঝঋ তৈরি হয়। বাকি অংশ রক্তে শোষিত হয়। কোন কারণে CSF বা cerebrospinal fluid চলার পথে যদি ঞঁসড়ৎ, রক্তক্ষরণ হয় বা জন্মগতভাবে রাস্তা বন্ধ হয় তখন (Hydrocephalus) হয়। Hydrocephalus এর প্রধান কারণ হলো (১) জন্মগতভাবে CSF Pathway বন্ধ থাকা (২) টিউমার (৩) ব্রেনে রক্তক্ষরণ (৪) মেনিনজাইটিস বা ব্রেইনের পর্দার প্রদাহ। জন্মগত বা Hydrocephalus অনেক ক্ষেত্রে প্রতিরোধযোগ্য। প্রতিরোধগুলোর ব্যবস্থা হলো (১) Consanguinous marriage বা রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ দেয়া বা না করা। (২) সাধারণত Neural tube গর্ভ অবস্থার ৪ সপ্তাহের মধ্যে তৈরি হয়। Neural tube থেকে ব্রেন, স্পাইনাল কর্ড এবং স্পাইন তৈরি হয়। (৩) মায়ের ঋড়ষরপ ধপরফ নামক এক ধরনের ভিটামিনের অভাব হলে বাচ্চার ঘবঁৎধষ ঃঁনব ত্রুটিপূর্ণ হয়। Neural tube এর development ত্রুটিপূর্ণ হলে জন্মগত Hydrocephalus ও মেরুদ-ের জন্মগত টিউমার হয়। Hydrocephalus চেনার উপায় হলো বাচ্চার মাথা আস্তে আস্তে বড় হয়। শিশুটি Irritable থাকে। তাছাড়া মেন্টাল রিটার্ডেশন থাকে, কোন সময় রোগী অজ্ঞান হয়ে পড়ে এবং খিঁচুনি হয়। তাছাড়া রোগী মাথাব্যথা, বমি, চেখে ঝাপসা দেখে। Occipito Frontal circumference নরমালের চেয়ে বেশি থাকে। তাছাড়া রোগীর স্মৃতিশক্তি কমে আসে। হাঁটতে গেলে Lmbalance হয়। CT scan of brain করলে Confirm হওয়া যায়। চিকিৎসা হলো Surgical (1) Rt. Sided ventriculo peritoneal shunt (2) Endoscopic third ventriculostomy মেরুদ-ের জন্মগত ত্রুটি ও টিউমার মেডিক্যাল টার্মে মেরুদ-ের ত্রুটিকে ঝঢ়রহধষ ফুংৎধঢ়যুংস বলে। ঝঢ়রহধষ ফুংৎধঢ়যুংস আবার তিন প্রকারÑ ১. গুবষড়সবহরহমড়পবষ, ২. গবহরহমড়পবষ, ৩. ঝঢ়রহধ নরভরফধ ড়পপঁষঃধ. ব্রিটেনে প্রতি এক হাজারে দুইজনের এই ত্রুটি দেখা যায়। আমাদের দেশে জানামতে সুনির্দিষ্ট কোন জরিপ নেই। কারণ হিসেবে ঋড়ষরপ ধপরফ নামে এক ধরনের ভিটামিনের অভাব। তাছাড়া ঈড়হংধহমঁরহড়ঁং সধৎৎরধমব বা রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ উল্লেখযোগ্য। তাছাড়া মা গর্ভের সময়ে যদি ঝড়ফরঁস াধষঢ়ৎঢ়ধঃব নামে খিঁচুনির ওষুধ খান তা হলেও সন্তানের এ রোগ হতে পারে। প্রতিরোধ : (১) কথায় বলে চৎবাবহঃরড়হ রং নবঃঃবৎ ঃযধহ পঁৎব। যদি মা বাচ্চা নেয়ার ৩ মাস আগে থেকে এবং গর্ভাবস্তায় ঞধন ভড়ষরংড়হ ১টা করে ২ বার খান তাহলে এই রোগের প্রকোপ অনেক কমে যাবে এ জন্য বাচ্চা নেয়ার আগে দম্পতির ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। (২) বাংলাদেশ ঈড়হংধহমঁরহড়ঁং সধৎৎরধমব বা রক্তের সম্পর্কের বিবাহ প্রথা বেশি। ঈড়হংধহমঁরহড়ঁং সধৎৎরধমব কে নিরুৎসাহিত করলে এই রোগের প্রকোপসহ অনেক মবহবঃরপ ফরংবধংব থেকে মুক্তি পাওয়া যাবে। ডাঃ হারাধন দেবনাথ সহযোগী অধ্যাপক, নিউরো সার্জারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় [email protected]
×