ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়;###;ষষ্ঠ অধ্যায় প্রস্তুতি-২, বহুনির্বাচনী-৩০;###;সুধীর বরণ মাঝি

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:২৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

সিনিয়র শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১৩। বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীরা কাজ করছে- (র) মিসর,কুয়েত ও লিবিয়ায় (রর) মালয়শিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া (ররর) ইউরোপ,আমেরিকা ও অস্ট্রেলিয়ায়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। ঐউজ এর পূর্ণ রূপ কোনটি? (ক) ঐঁসধহ উবাবষড়ঢ়সবহঃ জবঢ়ড়ৎঃ (খ) ঐঁসধহ উধহমবৎ জবঢ়ড়ৎঃ (গ) ঐঁসধহ উবাবষড়ঢ়সবহঃ জবংবধৎপয (ঘ) ঐঁসধহ উরংঢ়ষধপব জবঢ়ড়ৎঃ ১৫। ২০১৪-১৫ অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রবাসীদের প্রেরিত অর্থের পরিমান (ক) ১০,২৫৫মার্কিন ডলার (খ) ১১,২৫৫মার্কিন ডলার (গ) ১২,২৫৫মার্কিন ডলার (ঘ) ১৩,২৫৫মার্কিন ডলার । ১৬। বাংলাদেশের মানব উন্নয়ন পরিস্থিতি উন্নয়নে যেটি প্রয়োজন- খাদ্যের নিরাপত্তা ও পুষ্টি (রর) শিক্ষা ও কারিগরি শিক্ষাখাতে বিনিয়োগ (ররর) ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর । ১৭। শিক্ষা প্রাপ্তিতে বাংলাদেশে অসমতার হার - (ক) ৩৫% (খ) ৩৬.৩৫% (গ) ৩৭.৫% (ঘ) ৩৮.৬% । ১৮। দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোন বিষয়টি নিশ্চিত করতে হবে ? (ক) অর্থ (খ) পুষ্টিকর খাদ্য (গ) কর্মসংস্থান (ঘ) স্বাস্থ্যসেবা। ১৯। আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ সমাজ ও দেশের উন্নয়নে সঠিক ভূমিকা রাখতে না পারার কারণ কী ? (ক) শিক্ষার অভাব (খ) কর্মসংস্থানের অভাব (গ) খাদ্যের অভাব (ঘ) সচেতনতার অভাব। ২০। বাংলাদেশে উৎপাদন বাড়লে জনগণের জীবনযাত্রার ওপর তার প্রভাব পড়বে - দারিদ্র হ্রাসের ক্ষেত্রে (রর) জাতীয় উন্নয়ন বৃদ্ধির ক্ষেত্রে (ররর) প্রবৃদ্ধি স্থির থাকার ক্ষেত্রে। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । ২১। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে মহিলা শিক্ষক শতকরা কত ? (ক) ৬২.৭% (খ) ৬৩.৯% (গ) ৬৪.৯% (ঘ) ৬৫.৭%। ২২। উন্নয়নকে বাধাগ্রস্থ করে- (ক) দারিদ্রের দুষ্টচক্র (খ) বেকারত্ব (গ) সন্ত্রাসী কার্যক্রম (ঘ) শিশু নির্যাতন। ২৩। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায়- (ক) ১৩কোটি (খ) ১৪কোটি (গ) ১৫কোটি (ঘ) ১৫কোটি ৯৯ লক্ষ। ২৪। অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন করাই হচ্ছে - (ক) মানব সম্পদ উন্নয়ন (খ) দক্ষ মানুষ গড়া (গ) মানব উন্নয়ন (ঘ) শিল্পোন্নয়ন। ২৫। খাদ্যশস্য,শাকসবজি ও বনজ সম্পদ কোন খাতের অন্তর্ভুক্ত ? (ক) কাঁচা শিল্প খাত (খ) সেবা খাত (গ) শিল্প খাত (ঘ) কৃষি ও বনজ খাত। ২৬। ২০১৪-১৫ অর্থবছরে জিডিপিতে মৎস্য খাতের অবদান কত ছিল? (ক) ৩.৫১ শতাংশ (খ) ৩.৫৫ শতাংশ (গ) ৩.৬৯ শতাংশ (ঘ) ৩.৭৫শতাংশ । ২৭। মাথাপিছু আয় বলতে কী বোঝায় ? (ক) কোন দেশের জনপ্রতি দৈনিক আয় (খ) কোন দেশের জনপ্রতি সাপ্তাহিক আয় (গ) কোন দেশের জনপ্রতি মাসিক আয় (ঘ) কোন দেশের জনপ্রতি বার্ষিক আয় । ২৮। দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে কী পাওয়া যায় ? (ক) ব্যক্তিগত আয় (খ) সমষ্টিগত আয় (গ) মাথাপিছু আয় (ঘ) জাতীয় আয় । ২৯। লতিফের বাবা সুইডেন থাকেন। প্রতিমাসে তিনি টাকা পাঠান। তার পাঠানো অর্থকে কী বলা হয় ? (ক) রেমিটেন্স (খ) মূলধন (গ) বিনয়োগ (ঘ) অনুধান। ৩০। ২০০৮-০৯ সালে বাংলাদেশ অর্থনৈতিক মন্দার সম্মুখীন না হওয়ার কারণ কী ? (ক) দক্ষ মানব সম্পদ (খ) পর্যাপ্ত রেমিটেন্স (গ) খনিজ সম্পদ প্রাপ্তি (ঘ) কৃষি বিপ্লব। উত্তর ঃ ১৩(ঘ), ১৪(ক), ১৫(গ), ১৬(ঘ), ১৭(ঘ), ১৮(গ), ১৯(ক), ২০(ক), ২১(গ), ২২(ক), ২৩(ঘ), ২৪(ক), ২৫(ঘ), ২৬(গ), ২৭(ঘ), ২৮(গ), ২৯(ক), ৩০(খ)।
×