ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হাওড়ে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: ০৭:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০১৮

হাওড়ে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হাওড় অঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জে আবদুল হামিদ অডিটোরিয়াম-কাম কমিউনিটি সেন্টারে স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময়কালে বলেন, আপনাদের ভাগ্য বদলে স্থানীয় সম্ভাবনা কাজে লাগান। তিনি বলেন, সার্বিক উন্নয়নে খোলা মনে যৌথভাবে কাজ করুন। রাষ্ট্রপতি হামিদ যে কোন উন্নয়ন কর্মকাণ্ড পরিবেশকে অগ্রাধিকার দেয়ার বিষয় বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন, যাতে হাওড় অঞ্চলের পরিবেশের কোন ক্ষতি না হয়। খবর বাসসর। রাষ্ট্রপতি বলেন, আপনার এলাকার উন্নয়নের চেষ্টা করুন। গরিবের সার্বিক অবস্থার উন্নয়ন যদি সম্ভব হয়, তাহলে গোটা দেশ উন্নত হবে। রাষ্ট্রপতি হামিদ জনগণের উদ্দেশে বলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সংসদ এমপিসহ জনপ্রতিনিধির কাছে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে হবে। তারা যদি সমস্যা সমাধানে অক্ষম হয়, তাহলে প্রয়োজনে বিষয়টি আমি দেখব। রাষ্ট্রপতি এ সময় সভায় আগতদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। স্থানীয় মতবিরোধের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি তাৎক্ষণিক বিরোধ সমাধানের জন্য শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি আহŸান জানান। তিনি জনগণের আশা-আকাক্সক্ষার কথা মাথায় রেখে দেশের কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহŸান জানান। অনুষ্ঠানে স্থানীয় এমপি রেদোয়ান আহমেদ তৌফিক এবং ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×