ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বড় বোনের পক্ষে নৌকায় ভোট চাইলেন সোহেল তাজ

প্রকাশিত: ০৮:০৬, ২৫ সেপ্টেম্বর ২০১৮

বড় বোনের পক্ষে নৌকায় ভোট চাইলেন সোহেল তাজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ আগামী সংসদ নির্বাচনে বড় বোন সিমিন হোসেন রিমির পক্ষে নৌকায় ভোট চেয়েছেন। সোহেল তাজের উপস্থিতিতে সোমবার বিকেলে কাপাসিয়ায় দরদরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠোন বৈঠক একপর্যায়ে জনসভায় পরিণত হয়। এ সময় তার সঙ্গে বড় বোন রিমিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সোহেল তাজ বলেন, যে কোন প্রতিক‚ল পরিবেশেও আমি দেশের মানুষের জন্য কাজ করে যাব এটাই আমার প্রত্যাশা। কাপাসিয়ার মাটি আমার বাবা শহীদ বঙ্গতাজ তাজউদ্দীনের পবিত্র জন্মভ‚মি। তিনি আগামীতে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার বড় বোন রিমির জন্য নৌকায় ভোট চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান ও নানা পরামর্শ দেন। এর আগে বিকেলে সোহেল তাজ বড় বোন রিমির সঙ্গে গ্রামের বাড়ি দরদরিয়ায় আসেন। পূর্বনির্ধারিত কোন সভা-সমাবেশ না থাকলেও সোহেল তাজ আসার খবর পেয়ে শত শত মানুষ শহীদ বঙ্গতাজের দরদরিয়ার বাড়িতে সকাল থেকেই ভিড় জমাতে থাকে। এতে নেতাকর্মীসহ স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ফিরে আসে। তারা প্রিয় নেতা সোহেল তাজের জন্য অধীর আগ্রহে এত দিন অপেক্ষা করছিল। এক পর্যায়ে দুপুরের পর পুরো এলাকা জনাকীর্ণ হয়ে ওঠে। বিকেলে বোনের সঙ্গে সোহেল তাজ গ্রামের বাড়িতে উপস্থিত হলে ভক্ত অনুসারীদের মুহুর্মুহু ¯েøাগানে এলাকা মুখরিত হয়ে উঠে। এ সময় অনেকে ভিড় ঠেলে প্রিয় সোহেল তাজের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। এক দরদরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠোন বৈঠকের আয়োজন করা হয়। অল্প সময়ের মধ্যেই পুরো মাঠটি লোকে লোকারণ্য হয়ে পড়ে। এতে উঠোন বৈঠকটি জনসভায় পরিণত হয়। সোহেল তাজ আরো বলেন, দেশ, জাতি ও সমাজের জন্য উন্নয়ন কাজ করতে হলে সরকারে থাকতে হবে এটা আমি বিশ^াস করি না। কাপাসিয়া আমার দাদা ও বাবার জন্মভ‚মি। এ জেলার জন্য সব সময়ই আমার চিন্তা আছে। আমাদের পরিবার কাপাসিয়ার মানুষের জন্য সব সময়ই কাজ করেছে। যুবসমাজকে মাদক মুক্ত করতে আমার একটি বিশেষ পরিকল্পনা আছে। এ নিয়ে আমি খুব শীঘ্রই কাজ শুরু করব।
×