ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কসবায় দুটি খনিতে গ্যাসের সন্ধান

প্রকাশিত: ০৮:৫০, ২৫ সেপ্টেম্বর ২০১৮

কসবায় দুটি খনিতে গ্যাসের সন্ধান

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ কসবায় দুটি অনুসন্ধানী গ্যাস ক‚পের খনন কাজ সম্পন্ন হয়েছে। এ সপ্তাহেই শুরু হবে ক‚প দুটির পরীক্ষণ কার্যক্রম। সূত্র জানায়, কসবা-১ গ্যাসক্ষেত্রের ড্রিলিং পাইপ মাটির তলদেশে ২৯শ’ ৭৫ মিটার গভীরে গিয়ে খনন কাজের সমাপ্তি টানে। অন্যদিকে সালদা নর্থ ক‚পের ড্রিলিং পাইপ মাটির ২৮শ’ ১৫ মিটার তলদেশ পৌঁছানো হয়েছে। বাপেস্কের এক কর্মকর্তা জানান, এরপরই দুটি ক‚পের খনন কাজ শেষ হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন দুটি ক্ষেত্রেই গ্যাসের কিছুটা উপস্থিতি মিলেছে। তবে পরীক্ষণ কার্যক্রম শেষে বিস্তারিত জানা যাবে। পরীক্ষণ শেষ হতে এক মাস লাগবে বলে কর্মকর্তারা জানান। মাটির তলদেশ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ নমুনা নেয়ার পরই অনুসন্ধানী ক‚পের গ্যাসের উপস্থিতি নিয়ে তথ্য নিশ্চিত হওয়া যাবে।
×