ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আগামী মাসে ব্রাজিল ও ইরাকের বিপক্ষে খেলবেননা মেসি

প্রকাশিত: ১৯:০৪, ২৫ সেপ্টেম্বর ২০১৮

আগামী মাসে ব্রাজিল ও ইরাকের বিপক্ষে খেলবেননা মেসি

অনলাইন ডেস্ক ॥ আর্জেন্টিনার হয়ে মেসি শেষ মাঠে নামেন রাশিয়া বিশ্বকাপে। টুর্নামেন্টের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় তার দল। আগামী মাসে ব্রাজিল ও ইরাকের বিপক্ষে আর্জেন্টিনা দলে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি থাকছেন না বলে জানিয়েছেন দলটির অন্তবর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি। ১২ অক্টোবর ইরাকের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আর ১৬ অক্টোবর দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এ মাসের শুরুতে গুয়াতেমালার বিপক্ষে ৩-০ গোলের জয় ও কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের ম্যাচেও ছিলেন না ৩১ বছর বয়সী মেসি। সোমবার ফক্স স্পোর্টসকে স্কালোনি বলেন, “আমি তার সাথে কথা বললাম। আমরা এখন পর্যন্ত মনে করি যে তার না আসাটাই সর্বোত্তম। দলে সে থাকছে না।” তবে ভবিষ্যতে মেসিকে পাওয়ার আশা করছেন কোচ। “এসব খেলোয়াড়কে জাতীয় দলের হয়ে খেলাটা চালিয়ে যেতেই হবে।…এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।” ২০০৫ সালের অগাস্টে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর এখন পর্যন্ত ১২৮ ম্যাচ খেলে ৬৫ গোল করেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। ২০১৬ সালেও কিছু সময়ের জন্য জাতীয় দল থেকে অবসরে ছিলেন মেসি।
×