ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রায় ৫ ঘন্টা পর পুলিশের আশ্বাসে মহাখালী থেকে বাস চলাচল শুরু

প্রকাশিত: ২১:১৮, ২৫ সেপ্টেম্বর ২০১৮

প্রায় ৫ ঘন্টা পর পুলিশের আশ্বাসে মহাখালী থেকে বাস চলাচল শুরু

অনলাইন রিপোর্টার ॥ ধর্মঘটের কারণে আজ মঙ্গলবার ভোর থেকে বাস বন্ধ থাকার পর বেলা সাড়ে ১১টার দিকে এই বাস টার্মিনাল থেকে আবার গাড়ি ছাড়তে শুরু করেছে বলে শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন। একজন চালককে মারধরের ঘটনায় মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট পুলিশের আশ্বাসে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সদু জানিয়েছেন মহানগর ট্রাফিক পুলিশের সঙ্গে এক বৈঠকের পর দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস পেলে তারা ধর্মঘট তুলে নেন। ঢাকার ট্রাফিক (উত্তর) পুলিশের উপ কমিশনার প্রবীর কুমার রায় বলেন, “পরিবহন শ্রমিকদের সঙ্গে সমঝোতার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাস চালককে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হবে।” জানা গেছে ঢাকা-নেত্রকোণা রুটের একটি বাস সোমবার রাত ১১টার দিকে মহাখালী টার্মিনালের কাছে একটি পেট্রোল পাম্পে তেল নিতে গেলে চালকের সঙ্গে স্থানীয় যুবকদের বচসা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যুবকরা গাড়িতে উঠে চালক সাইফুলকে মারধর করে বলে অভিযোগ করেন।
×