ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভোটের মাঠে জোয়ার আনতে লঞ্চযোগে বরিশাল আসবেন সেতুমন্ত্রী

প্রকাশিত: ২৩:৩০, ২৫ সেপ্টেম্বর ২০১৮

ভোটের মাঠে জোয়ার আনতে লঞ্চযোগে বরিশাল আসবেন সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে ব্যস্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বসে নেই ১৪ দল ও মহাজোটের শরিকরা। পাল্লাদিয়ে ভোট চাইতে মাঠে নেমেছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। অপরদিকে চেয়ারপারসনের মুক্তি, জোটগঠনে দৌঁড়-ঝাঁপ আর নির্বাচনী দাবি আদায়ে ব্যস্ত বিএনপি। এতে অনেকটা ওয়াকওভার পাচ্ছে আওয়ামী লীগ। চলতি বছরের জানুয়ারি মাস থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারনায় ভোটের মাঠে নেমেছেন। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় সফর করে নৌকা মার্কায় ভোট চান। শোকের মাসে নির্বাচনী সফর বন্ধ থাকলেও সেপ্টেম্বর মাসে দলের কেন্দ্রীয় নেতারা এবং অক্টোবর থেকে আবার সফর শুরু করবেন শেখ হাসিনা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বিমান, ট্রেন ও বাসে একাধারে সিলেট, উত্তরবঙ্গ ও চট্টগ্রামে সফর করে বিভিন্ন জেলা-উপজেলায় নির্বাচনী পথসভা করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। এবার তারা বরিশাল অঞ্চলে নৌপথে সফর করবেন। কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক মোঃ মিজানুর রহমান বলেন, নির্বাচনের মাঠে কেন্দ্রীয় নেতাদের আগমনে ভোটের মাঠে নতুন জোয়ার আসবে। দলের কর্মীদের মধ্যকার হতাশা বা ক্ষোভ, অনৈক্য দূর হবে। জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আন্দোলন দাঁড় করাতে না পেরে শেষ মুহুর্তে তালগোল পাকিয়ে বিএনপিসহ বিরোধী জোটে হতাশা নামবে। তিনি আরও বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি। তৃণমূলে সরকারের উন্নয়ন প্রচার ও দলীয় কোন্দল নিরসন করে ঐক্যবদ্ধ লড়াইয়ে নামার প্রস্তুতি নিয়েছি। আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন রিপন বলেন, বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট নির্বাচনী দাবি-দাওয়া এবং তাদের চেয়ারপারসনের মুক্তির আন্দোলন নিয়েই বছর পার করেছে। তৃণমূলের সাধারণ ভোটাররা এখনও আর তাদের চায়না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য একাট্টা হয়েছেন। এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্ন অনেক আগেই ভেঙে গেছে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাও তার স্বপ্ন ভাঙ্গার কথা বলেছেন। রাজনৈতিক দেউলিয়াদের ষড়যন্ত্রের জাতীয় ঐক্যেরও স্বপ্ন ভাঙবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বিমান, ট্রেন ও বাসে একাধারে বিভিন্ন জেলা-উপজেলায় নির্বাচনী পথসভার পর এবার বরিশাল অঞ্চলে নৌপথে সফর করবেন। তবে এখনও দিন-তারিখ নির্ধারন করা না হলেও খুব শীঘ্রই এ যাত্রা শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এমপি বলেন, রাজনৈতিক এতিমরা আজ এক হয়েছে। তাদের এই ঐক্যে আমাদের কিছু যায় আসেনা। আমরা জনগণের সাথে আছি এবং থাকবো।
×