ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২৩:৩১, ২৫ সেপ্টেম্বর ২০১৮

মাদারীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর সদর উপজেলার মাদ্রা গ্রামের শাহজাদী বেগম (২০) নামে এক গৃহবধূ হত্যার দায়ে স্বামীসহ ৩ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ এ আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে শরীয়তপুর জেলার চন্দ্রপুর গ্রামের খালেক সরদারের ছেলে বাবু সরদার (২৬) মাদারীপুর শহরের রকেট বিড়ি রোডের শুকুর খাঁর ছেলে মো: উজ্জল খাঁ (২৭) মাজেদ চৌকিদারের ছেলে নাইম চৌকিদার (২৫)। রায়ের সময় দন্ডপ্রাপ্ত উজ্জল পলাতক ছিলো। মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌরসভার রকেট বিড়ি এলাকার খালেক সরদারের ছেলে বাবু সরদারের সাথে মাদ্রা এলাকার শাহ আলম খানের মেয়ে শাহজাদী আক্তারের প্রেমের সম্পর্ক হয়। এই সম্পর্কে সূত্রে ধরে তারা বিয়ে করেন। বাবুর সাথে বিয়ের আগে শাহজাদীর একাধিক যুবকের সাথে শারীরিক সম্পর্ক ছিলো। এই শারীরিক সম্পর্কের ফলে শাহজাদী বিয়ের তিন মাস পর সন্তান প্রসব করে। এতে ক্ষুব্ধ হয়ে শাহজাদীকে হত্যার পরিকল্পনা করে বাবু সরদার। বাবুর বন্ধু নাইম চৌকিদার, উজ্জল খান ২০১৩ সালে ২৮ জুলাই সন্ধ্যায় পরিকল্পিত ভাবে হত্যার পর লাশ গুম করে। পরে ২০১৩ সালে ১১ আগষ্ট নিহত শাহজাদীর মা নাছিমা বেগম বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলায় নিহতের স্বামী বাবু সরদার ও তার বাবা মাকে আসামী করা হয়। পরে পুলিশ তদন্তে বাবুর বাবা-মা নির্দোষ প্রমানিত হওয়ায় তাদের বাদ দিয়ে বাবুর বন্ধু নাইম ও উজ্জলের নাম অর্ন্তভূক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। বাবু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়। হত্যা করে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। দীর্ঘ তদন্ত শেষে এস আই সুলতান মাহমুদ এবং সিরাজুল ইসলাম দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালতের বিচারক উপযুক্ত প্রমানাদি শেষে এ রায় প্রদান করেন। রায়ের সময় দন্ডপ্রাপ্ত উজ্জল পলাতক ছিলো।
×