ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভালুকা মাস্টারবাড়ী সড়কের সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ২৩:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০১৮

ভালুকা মাস্টারবাড়ী সড়কের সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ী হতে কাশর চৌরাস্তা পর্যন্ত ৩ কিঃমিঃ রাস্তার মেরামতের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে কাশর ডুবালিয়া পাড়া দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা ওই রাস্তায় ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন। জানা যায়, উপজেলার মাস্টারবাড়ী হতে কাশর চৌরাস্তা পর্যন্ত প্রায় ৩ কিঃমিঃ রাস্তা ইট, সুরকি উঠে গিয়ে খনা খন্দের সৃষ্টি হয়েছে, একটু বিষ্টিতেই রাস্তায় জমে হাটু পানি ফলে স্কুল কলেজের শিক্ষার্থী সহ প্রায় ১০টি মিলের শ্রমিকদের চলাচলের একমাত্র রাস্তাটি অনুপোযোগী হয়ে পড়েছে। এরই প্রতিবাদে আব্দুল করিম মেমোরিয়াল স্কুল এন্ড কিন্ডার গার্ডেন ও আব্দুল ছালাম কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। আব্দুল গণি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বলেন, রাস্তাটির বেহাল দশার কারণে স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসীর চলা চলে অসুবিধা হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীদের জামা-কাপড় নষ্ট হচ্ছে কাঁদা পানিতে। ওই এলাকার বাসিন্ধা জেলা জাতীয় পার্টির যুগ্ন ও অর্থ বিষয়ক সম্পাদক আবু জাফর আহাম্মেদ সরকার বলেন এই রাস্তা দিয়ে ১০টি স্কুলের শিক্ষার্থী, ১০/১২টি মিলের ২০ হাজার শ্রমিক সহ প্রায় ৩০ হাজার লোক প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়ত করে থাকেন। রাস্তাটি দূত সময়ের মধ্যে সংস্কার করার জন্য উর্ধতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। উপজেলা প্রকৌশলী ফরিদুল ইসলাম এর কাছে ওই রাস্তার বিষয়ে জানতে চাইলে মিটিং এ আছে বলে ফোনটি কেটে দেন।
×