ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে অপহরণের আড়াই ঘন্টার মধ্যে শিশু উদ্ধার ॥ আটক ২

প্রকাশিত: ২৩:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০১৮

হবিগঞ্জে অপহরণের আড়াই ঘন্টার মধ্যে শিশু উদ্ধার ॥ আটক ২

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ শহরতলীর রামপুর খেলার মাঠ থেকে অপহৃত শিশু অভিজিতৎ সূত্রধর (১১) কে মাত্র আড়াই ঘন্টার মধ্যে জেলার চুনারুঘাট উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলাপুঞ্জি ব্রীজ এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে হবিগঞ্জ পুলিশ। এসময় তিন অপহরণকারী একটি সিএনজি অটো রিক্সা যোগে শিশুটিকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় একটি ছোরা ও টাকা সহ পুলিশী গোয়েন্দা জ্বালে আটকা পড়ে। এদিকে শিশুটিকে উদ্ধারের পরপর একই দিন রাত সোয়া ১০টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা তা কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। এসময় তিনি সহ শিশুটি ও তার পিতা জানান, অপহরনকারীরা ওই পরিমান টাকা মুক্তিপন হিসেবে চেয়েও ক্ষান্ত হয়নি বরং শিশুটির বক্তব্য, তাকে ওই অটো রিক্সা যোগে নিয়ে যাওয়ার সময় অপহররণকারীরা মুক্তিপনের টাকা পাবার পরপরই তাকে মেরে ফেলার কথা বলছিল। এছাড়া জনৈক আকাশের নির্দেশে শিশুটিকে উক্ত খেলার মাঠ থেকে অপহরণ করে কিতাব ও রিপন নামে দুই ব্যক্তি। ব্রিফিংয়ে এসপি মোহাম্মদ উল্ল্যা জানান, এই সময়ের মাঝে শিশুটি উদ্ধার করা সম্ভব না হলে হয়তো তার মৃতদেহ বাবা-মাকে দেখতে হতো। উদ্ধারকৃত শিশুটি হবিগঞ্জ শহরতলীর রামপুর গ্রামের বাসিন্দা ও কাঠ ব্যবসায়ী অবিনয় সূত্রধরের পুত্র এবং শহরের শশ্মানঘাট এলাকাস্থ নিটল এঞ্জেল কিন্টারগার্ডেনের চতুর্থ শ্রেণীর ছাত্র। এ ঘটনায় অপহরনকারী চক্রের দুই সদস্যকে তাৎক্ষনিক পুলিশ আটক করে। এরা হলো, হবিগঞ্জ শহরতলীর মজলিশপুর গ্রামের বাসিন্দা সিরাজ আলীর পুত্র কিতাব আলী ও পুরাতন পাথারিয়া গ্রামের প্রফুল্ল চন্দ্র সরকারের পুত্র রিপন সরকার। এঘটনায় শিশুটির পিতার দায়েরী জিডির প্রেক্ষিতে পুলিশ একটি অপহরণ মামলা করেছে। মূল হোতা আকাশকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।
×