ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফকিরহাটের বেতাগায় স্কুলে ডিজিটাল হাজিরা কার্ড বিতরণ

প্রকাশিত: ০০:২৩, ২৫ সেপ্টেম্বর ২০১৮

ফকিরহাটের বেতাগায় স্কুলে ডিজিটাল হাজিরা কার্ড বিতরণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল এটেন্টেন্স কার্ড ডিস্ট্রিবিউশন সেরিমনি অনুষ্ঠান আজ মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। তিনি তাঁর বতৃতায় বলেন, আমরা আজ এক নতুন সভ্যতার শিখরে পর্দাপণ করলাম। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের ডিজিটাল কার্ডের ব্যবস্থা গ্রহন করা হতো তাহলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতির হার শতভাগ বৃদ্ধি পেতো। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা আমাদের-কে তৃনমূলেও সে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর সেটি করতে পারলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভাব হবে। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ঠ শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ। সহকারী শিক্ষক নজমুল হুদার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বতৃতা করেন প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ, বিজয় ডিজিটাল ও নেটিজেন আইসিটি এর জেলা প্রতিনিধি মোঃ নেওয়াজ শরীফ মুন্না, উপজেলা প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জিল্লুর রহমান, মুজিবুর রহমান, মনোরঞ্জন দেবনাথ, সহকারী শিক্ষক অমর চন্দ্র দেবনাথ, মোঃ কবির হোসেন, মোসাঃ সালমা সুলতানা, মিলি রানী দাশ ও চম্পা রানী দাশ। পরে ৩শতাধিক শিক্ষাথীর মাঝে ডিজিটাল র্কাড বিতরন করা হয়।
×