ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ০০:২৬, ২৫ সেপ্টেম্বর ২০১৮

মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচলনার মাধ্যমে ফ্যাক্টরীতে মেয়াদ বিহীন আইসক্রীম প্রস্তুত ও বিপণণের অপরাধে মোঃ জামাল হোসেন নামে এক ব্যক্তির নগদ দশ হাজার টাকা অর্থদন্ড হয়েছে। এ সময় উক্ত আইসক্রীম ফ্যাক্টরী সংলগ্ন একটি আড়তে সোডিয়াম ক্লোরাইড (ক্ষতিকারক পদার্থ) দিয়ে কলা পাকানোর অপরাধে মুশফিকুর নামে এক ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টায় মোল্লাহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সংশ্লিষ্ট অপরাধ প্রমানের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল আলম এ অর্থদন্ড দেন। এছাড়া আগামীতে যদি উক্ত প্রতিষ্ঠান এ ধরণের অপরাধ করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যাবস্থ্যা নেয়া হবে মর্মে সাবধান করেন।
×