ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় সাত দিনেও গ্রেফতার হয়নি

প্রকাশিত: ০১:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০১৮

রংপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায়  সাত দিনেও গ্রেফতার হয়নি

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুরের মেট্রোপলিটন এলাকার তালুক উপাশু গ্রামের ৭ম শেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাহিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বরং বিভিন্ন মহলের সাথে যোগসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে মামলাটি ধামচাপা দেয়ার অভিযোগ উঠেছে । মামলা সূত্রে জানা গেছে, রংপুরের নব্দিগঞ্জ এলাকার তালুকউপাশু গ্রামের ওই স্কুলছাত্রীকে ১৭ সেপ্টেম্বর কোচিং ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় পাশের ফতা গ্রামের শহর আলীর ছেলে রেজাউল, হায়দার আলীর ছেলে হামিদুল, আগুর মিয়ার ছেলে নাঈম, বিপুল, আমিনুল ও সাহেব আলী গণধর্ষণ করে। পরে অভিযুক্তরা তাকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে ওই ছাত্রীর জ্ঞান ফিরে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে তার মা পুরো ঘটনা শোনার পর মেয়েকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। মাহিগঞ্জ থানার ওসি মো. আখতারুজ্জামান প্রধান বলেন, আমরাই মেয়েটিকে হাসপাতাল থেকে এনে তার অভিভাবকের সাথে কথা বলে মামলা করেছি। আমরা দ্রুত আসামিদের গ্রেফতার করব এবং বিচারের আওতায় নিয়ে আসব।
×