ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁওয়ে বজ্রপাতে নিহত ১, আহত ১

প্রকাশিত: ০২:৪৯, ২৫ সেপ্টেম্বর ২০১৮

সোনারগাঁওয়ে বজ্রপাতে  নিহত ১,  আহত ১

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের বজ্রপাতে নুনেরটেক এলাকার মোঃ ফুলচাঁন মিয়া (২২) নামে এক জেলে নিহত হয়েছে। একই সময় ফুলদি এলাকায় বজ্রপাতে রহিমা বেগম (৩২) নামে এক গৃহবধু আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাতও আঘাত হানে। এ সময় নুনেরটেক এলাকায় মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোঃ ফুলচাঁন মিয়া নিহত হন। এদিকে ফুলদী গ্রামের রহিমা বেগম বাড়ির উঠান থেকে কাপড় আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে আহত হয়। সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, বজ্রপাতে ফুলচাঁন নামে এক জেলে নিহত হয়েছে। রহিমা বেগম আহত হয়েছে। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ তানভির আহমেদ জানান, বজ্রপাতে রহিমা বেগম অজ্ঞান হয়ে পড়লে আমাদের হাসাপাতালে নিয়ে আসে। পরে তাকে চিকিৎসা দেয়ার পর জ্ঞান ফিলে আসলে সে বাড়ি চলে যায়।
×