ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএসসির টেস্টের ফল ৫ নবেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ

প্রকাশিত: ০৫:৪১, ২৬ সেপ্টেম্বর ২০১৮

এসএসসির টেস্টের ফল ৫ নবেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ আগামী এসএসসির টেস্ট পরীক্ষার ফল ৫ নবেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৭ নবেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণের কার্যক্রম। মঙ্গলবার ঢাকা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০১৮ সালের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের ২৫ অক্টোবরের মধ্যে নিজ প্রতিষ্ঠানের প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে বলা হয়েছে। আগামী ৭ নবেম্বর থেকে ১৪ নবেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। বিলম্ব ফিসহ ১৬ নবেম্বর থেকে ২১ নবেম্বর পর্যন্ত এসএসসির ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ১৫ নবেম্বর শেষ হবে। ১০০ টাকা বিলম্ব ফিসহ ফি ২২ নভেম্বর পর্যন্ত ফি জমা দেয়া যাবে। ৩৩ মডেল মাদ্রাসা সরকারীকরণ দাবি ॥ বর্তমান সরকারের মেয়াদকালে ৩৩টি মডেল মাদ্রাসা সরকারীকরণের দাবি জানিয়েছে ৩৩টি মডেল মাদ্রাসা জাতীয়করণ বাস্তবায়ন কমিটি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমিটির সভাপতি মোঃ আবু ইউসুফ মৃধা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোমেনসহ সভাপতি মোঃ মোকাদ্দাসুল ইসলাম, মোঃ মামুন অর রশিদ, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল হক প্রমুখ।
×