ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর স্প্যানে বসল রেলওয়ে স্ল্যাব

প্রকাশিত: ০৫:৪২, ২৬ সেপ্টেম্বর ২০১৮

পদ্মা সেতুর স্প্যানে বসল রেলওয়ে স্ল্যাব

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর স্প্যানের ওপর এবার বসছে রেলওয়ে স্ল্যাব। মঙ্গলবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তের স্প্যানের (সুপার স্ট্রাকচার) রেলওয়ে স্ল্যাব বসানো কাজ শুরু হয়েছে। জাজিরা প্রান্তে সেভেন এফ স্প্যানের ওপর এরই মধ্যে প্রথম সেকশনে ৮টি স্ল্যাব বসিয়েছেন দেশী-বিদেশী প্রকৌশলীরা। এর আগে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্ল্যাবগুলো জাজিরা প্রান্তে নিয়ে আসা হয়। একেকটি স্প্যানে ৮টি সেকশনে ৮টি করে মোট ৬৪টি স্ল্যাব বসবে। সেই সঙ্গে প্রতি জয়েন্টে বসবে ৮টি করে স্ল্যাব। প্রতিটি স্প্যানে মোট ৭২টি স্ল্যাব বসবে। ‘৭এফ’ স্প্যানে অর্থ্যাৎ সেতুর সর্বশেষ প্রান্তের ৪১ ও ৪২ নম্বর খুঁটির স্প্যানের একটি সেকশনে ৮টি স্প্যান বসানো হয়েছে বলে সংশ্লিস্ট সূত্র নিশ্চিত করেছে।
×