ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অনাস্থা ভোটে হেরে গেলেন সুইডেনের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:০১, ২৬ সেপ্টেম্বর ২০১৮

অনাস্থা ভোটে হেরে গেলেন সুইডেনের প্রধানমন্ত্রী

অনাস্থা ভোটে হেরে গেলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ পর তাকে ক্ষমতা ছাড়তে হচ্ছে। মঙ্গলবার অভিবাসী বিরোধী সুইডিশ ডেমোক্র্যাটিক পার্টির সদস্যদের অনাস্থা ভোটে তার বিদায় নিশ্চিত হয়। ২০৪-১৪২ ভোটে তিনি হেরে যায়। সুইডেনের পার্লামেন্টে আস্থা ভোট হেরে ক্ষমতা ছাড়তে হচ্ছে প্রধানমন্ত্রীর লোফভেনকে। পার্লামেন্টে কোনও দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পরবর্তী সরকার গঠন নিয়ে সংশয় দেখা দিয়েছে। ৯ সেপ্টেম্বর সাধারণ নির্বাচনের পর দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয়। সেখানে লোফভেনের নেতৃত্বাধীন মধ্য বামপন্থী দল ১৪৪টি আসন পায়। আর মধ্যডানপন্থী দল একটি আসন কম পায়। এছাড়া অভিবাসন বিরোধী সুইডেন ডেমোক্র্যাটরা পায় ৬২টি আসন। তারা সবাই লোফভেনের অপসারণের পক্ষে অবস্থান নেন। বৃহত্তম জোট মডারেট পার্টির নেতা উলফ ক্রিস্টারসনকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন স্পীকার। তবে এজন্য তাদের সুইডেন ডেমোক্র্যাটদের সমর্থন দরকার। কিন্তু ২০১০ সালে পার্লামেন্টে প্রবেশের পর কেউই তাদের সমর্থন জানায়নি। এদিকে জোট সরকার গঠনের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে লোফভেনের দল সোশ্যাল ডেমোক্র্যাট। ডেন ডেমোক্র্যাট নেতা জিমি আকেসন বলেন, যেসব দল অভিবাসন, চিকিৎসা, অবসর ভাতা ও অপরাধ নীতি নিয়ে কথা বলে না তাদের তিনি অবশ্যই মোকাবেলা করবেন। তিনি বলেন, ‘যদি উলফ ক্রিস্টারসন প্রধানমন্ত্রী হতে চান তবে সেটা অবশ্যই আমার সহায়তা নিয়ে হতে হবে। অন্যদিকে মডারেট, মধ্যপন্থী, লিবারেল ও খ্রীষ্টান ডেমোক্র্যাটরা তাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। পরিস্থিতি এমনই হলে তবে আগামী তিন মাসের মধ্যে আবার নির্বাচন আয়োজন করতে হবে সুইডেনকে। তবে নতুন ভোটগ্রহণের পরও পরিস্থিতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক দলগুলোর আলোচনায় কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। নতুন সরকার গঠনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন লোফভেন। -বিবিসি
×