ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৬:০১, ২৬ সেপ্টেম্বর ২০১৮

অ ন্য র ক ম

জাতিসংঘে ‘ফার্স্ট বেবি’ শিশুকন্যা নিভই বোধ হয় এবার জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের অধিবেশনে আগত সবচেয়ে আলোচিত মুখ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের শিশুকন্যা নিভতে অরহা। নিউইয়র্কে সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী মায়ের সঙ্গী হয়েছে নিভও। পিস সামিটে ভাষণ দিতে সোমবার জাতিসংঘে প্রবেশের সময় নিরাপত্তা কর্মীরা প্রতিনিধিদের সঙ্গে থাকা তিন মাস বয়সী নিভকে নিউজিল্যান্ডের ‘ফার্স্ট বেবি’ হিসেবে তালিকায় লিপিবদ্ধ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গী ক্লার্ক গেফোর্ড নিউজিল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে বসেন এবং জাসিন্ডার ভাষণের সময় তিনি নিভকে কোলে করে রাখেন। তিনি এই সফরে নিভের দেখভালের দায়িত্বে আছেন। ১৯৯০ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পর ৩৮ বছর বয়সী জাসিন্ডা দ্বিতীয় নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সন্তানের জন্ম দিয়েছেন। একটি বৈঠকখানায় নিভের ন্যাপি বদলের সময় জাপানী প্রতিনিধিদল ঢুকতে দেখে হকচকিয়ে ওঠেন বলে জানিয়েছেন ক্লার্ক। -ইয়াহু নিউজ জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি বৃদ্ধ নিবাস আগুনে পুড়ে যাওয়ার পাঁচ দিন পর সোমবার সেখান থেকে ৭৪ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। ব্যাপক অগ্নিকা-ে নিবাসটির সব সুবিধা ধ্বংস হয়ে যায় এবং তিনি তার এপার্টমেন্টে আটকা পড়েন। তিনি নেভি ইয়ার্ড এলাকা আর্থুর ক্যাপার সিনিয়র এপার্টমেন্টে বসবাস করতেন। কর্মকর্তারা জানিয়েছেন, বৃদ্ধের পরিচয় শনাক্ত হয়নি, তার বেশ রসবোধ রয়েছে এবং তাকে একটি চেয়ারে করে বাইরে আনা হয়। -ফক্স নিউজ
×