ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যুরাল উন্মুক্ত

প্রকাশিত: ০৬:০২, ২৬ সেপ্টেম্বর ২০১৮

ম্যুরাল উন্মুক্ত

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও একটি আফগান শিল্প সংগ্রহশালা এএফপির নিহত প্রধান আফগান ফটোগ্রাফার শাহ মারাই-এর স্মরণে কাবুলে তার একটি ম্যুরাল উন্মুক্ত করেছে। তিনি এপ্রিলে অন্য আট সাংবাদিকের সঙ্গে আইএসের চালানো জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। আফগান কর্মী, শিক্ষক, আইনজীবী, শিক্ষার্থী ও অন্যদের কাজকে হাইলাইট করতে এ্যামনেস্টি ও আর্টলর্ডস কালেক্টিভের সিরিজ ম্যুরাল স্থাপনের অংশ হিসেবে এটিই প্রথম উন্মুক্ত করা হল -এপি নানসেন পুরস্কার জয় দক্ষিণ সুদানের এক ডাক্তার মঙ্গলবার জাতিসংঘ শরণার্থী সংস্থার মর্যাদাপূর্ণ নানসেন পুরস্কার জিতেছেন। তিনি একটি জনাকীর্ণ হাসপাতাল পরিচালনা করেন যেখানে একটি কম আলোপূর্ণ সার্জিক্যাল থিয়েটার রয়েছে এবং অপারেশনের ক্ষেত্রে রোগীদের নিয়মিত সাধারণ এ্যানেসথেসিয়া প্রয়োগ করা হয় না। এভান আতার হাসপাতাল ১ লাখ ৪৪ হাজার রোগীর সেবা দিচ্ছে। হাসপাতালের এক্স-রে মেশিন ভাঙ্গা। আতার ও তার দল প্রতি সপ্তায় প্রায় ৬০টি অপারেশন করে –এএফপি
×