ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকার পরিচ্ছন্নতার বিষয়ে গিনেস বুকের স্বীকৃতি বঙ্গবন্ধুর নামে উৎসর্গ

প্রকাশিত: ০৬:০৪, ২৬ সেপ্টেম্বর ২০১৮

ঢাকার পরিচ্ছন্নতার বিষয়ে গিনেস বুকের স্বীকৃতি বঙ্গবন্ধুর নামে উৎসর্গ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার পরিচ্ছন্নতার বিষয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডের পাওয়া স্বীকৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার ডিএসসিসির ব্যাংক ফ্লোরের কনফারেন্স রুমে গিনেসের স্বীকৃতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এই বিশ্ব স্বীকৃতিটি উৎসর্গ করেন। চলতি বছরের ১৩ এপ্রিল ডিএসসিসি আয়োজিত ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ কর্মসূচী দিয়ে নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। সর্বাধিক সংখ্যক ৫ হাজার ৫৮ জন মানুষ একই স্থানে ঝাড়ু দেয়ার এই রেকর্ডটি আগে ভারতের দখলে ছিল। ওই রেকর্ড ভেঙ্গে বর্তমানে ৭ হাজার ২১ জনকে নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডে’ বাংলাদেশ নতুন রেকর্ডের অধিকারী। মেয়র বলেন, পরিচ্ছন্নতা বিষয়ে এ রেকর্ড করাই আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা চেয়েছি, এমন কর্মসূচীর মাধ্যমে শহরবাসী পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হবে। আর এই রেকর্ডের মাধ্যমে বিশ্ববাসী জেনেছে, এ দেশের মানুষ পরিচ্ছন্নতায় সচেতন জাতি। আমাদের এই অর্জন, সেই নেতার নামে উৎসর্গ করতে চাই, যে নেতা না থাকলে আমরা এই দেশের স্বাধীনতা পেতাম না। সাঈদ খোকন বলেন, এই রেকর্ড গড়ার সম্মানে আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও ব্যাপকভাবে অব্যাহত থাকবে। এই সম্মান তখনই অর্থবহ-কার্যকর হবে যখন এই শহরবাসীকে পরিপূর্ণ একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতে পারব। শহরকে পরিচ্ছন্ন রাখতে শুধু একজন মেয়রের পক্ষে এ বিশাল কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। এ জন্য প্রতি নাগরিককে মেয়রের ভূমিকায় থাকতে হবে। সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহম্মাদ বিল্লাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ সালাউদ্দিন, রেকিট বেনকিজারের মার্কেটিং ডিরেক্টর সৈয়িদ তানজিম রেজওয়ান, জিটিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ প্রমুখ উপস্থিত ছিলেন। ডিএসসিসির পক্ষ থেকে বলা হয়, স্বচ্ছ ঢাকা গড়তে নগরবাসীকে সচেতন করতে প্রতীকী এই কর্মসূচীর আয়োজন করা হয়। এর মাধ্যমে পুরো নগরী পরিচ্ছন্ন না হলেও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি এই শহরের নাম গিনেস ওয়ার্ল্ড বুকে লেখা থাকবে। ডিএসসিসি ও রেকিট বেনকিজার বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ডেটল পরিচ্ছন্ন ঢাকা’ নামে এ প্রচার অভিযান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
×