ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন সংসদ আরও বেশি কার্যকর হবে ॥ স্পীকার

প্রকাশিত: ০৬:০৪, ২৬ সেপ্টেম্বর ২০১৮

নতুন সংসদ আরও বেশি কার্যকর হবে ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ নতুন সংসদ আরও বেশি কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, দশম জাতীয় সংসদ গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সংসদ বিশ্ববাসীর কাছে গণতন্ত্র প্রতিষ্ঠায় আস্থার প্রতীক বিবেচিত হয়েছে। বিশ্বের দুটি অন্যতম গুরুত্ববহ গণতান্ত্রিক প্রতিষ্ঠান কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন এই সংসদেরই দুজন সংসদ সদস্য। যা বিশ্ব দরবারে বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছে। অর্জনের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে পার্লামেন্টনিউজবিডিডটকম-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন স্পীকার। পার্লামেন্টনিউজবিডিডটকম-এর সম্পাদক সাকিলা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, হুইপ শহীদুজ্জামান সরকার, তরিকত ফেডারেশনের সংসদ সদস্য এম এ আওয়াল, জাতীয় পার্টির সংসদ সদস্য মেহজাবিন মোর্শেদ, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, পার্লামেন্ট জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নিখিল ভদ্র প্রমুখ। অনুষ্ঠানে স্পীকার বলেন, তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের যুগে সংবাদ জনগণের কাছে দ্রুততর সময়ে পৌঁছে যাচ্ছে। অনলাইন নিউজপোর্টালগুলো এক্ষেত্রে ভূমিকা রাখছে। বিশেষ করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
×