ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সার আত্মসাত

ফেনীর গুদাম রক্ষকের বিরুদ্ধে দুদকের চার্জশীট

প্রকাশিত: ০৬:০৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮

ফেনীর গুদাম রক্ষকের বিরুদ্ধে দুদকের চার্জশীট

স্টাফ রিপোর্টার ॥ নয় বছরে ফেনীতে প্রায় দেড় হাজার মেট্রিক টন সার (মূল্য ৫ কোটি টাকার বেশি) উধাও বা আত্মসাতের ঘটনায় গুদাম রক্ষক মোহাম্মদ আবদুল হাইয়ের বিরুদ্ধে মঙ্গলবার চার্জশীট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক শীঘ্রই এই চার্জশীট আদালতে দাখিল করবে বলে জানা গেছে। ২০০৭ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ৩ আগস্ট পর্যন্ত আবদুল হাই গুদামের দায়িত্ব পালন করেন। উক্ত ৯ বছরে ৫ কোটি ৪ লাখ ৫০ হাজার ৯৫০ টাকার প্রায় দেড় হাজার টন সার চুরি বা আত্মসাতের অভিযোগ উঠে গুদাম রক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে ২০১৬ সালের ৪ আগস্ট ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে জেলা পুলিশ। দুদকের জনসংযোগ শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, মামলার দীর্ঘ তদন্তের পর প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্ত বিএডিসি, মহিপাল, ফেনীর উপসহকারী পরিচালক (সার) মোহাম্মদ আবদুল হাইয়ের বিরুদ্ধে মামলার চার্জশীট অনুমোদন দিয়েছে দুদক। অভিযোগ তদন্ত করেন দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের প্রাক্তন উপসহকারী পরিচালক হোসাইন শরীফ। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত মোহাম্মদ আবদুল হাই সার বিক্রির ডিও স্বাক্ষর করতেন এবং গুদামের সার্বিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে এক হাজার ৪শ’ ১৩ দশমিক ২০০ মেট্রিক টন সার চুরি বা আত্মসাত করেছেন।
×