ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুত স্পৃষ্ট হয়ে রড মিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ০৬:০৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮

বিদ্যুত স্পৃষ্ট হয়ে রড মিস্ত্রির মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে সজীব বেপারি (২০) নামে এক রডমিস্ত্রির মৃত্যু হয়েছে। তার বাবার নাম মৃত ইসকেন বেপারি। গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুলোপুদ্দি গ্রমে। তিনি বুদ্ধিজীবী কবরস্থানের পাশে ভাড়া থাকতেন। চাচাত ভাই রহিম বেপারি জানান, তারা বুদ্ধিজীবী কবরস্থানের পাশে দুর্গামন্দির গলির একটি দোতলা নির্মাণাধীন ভবনে রডের কাজ করছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ভবনের নিচে মেশিন দিয়ে রড কাটছিল সজীব। এ সময় অসাবধানবশত মেশিন থেকে বিদ্যুতস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সজীব। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×