ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমাদের ভবিষ্যত নির্ভর করছে বৈশ্বিক বাণিজ্যের ওপর

প্রকাশিত: ০৬:০৮, ২৬ সেপ্টেম্বর ২০১৮

আমাদের ভবিষ্যত নির্ভর করছে বৈশ্বিক বাণিজ্যের ওপর

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ও শিল্প এবং বেসামরিক বিমানমন্ত্রী শ্রী সুরেশ প্রভু বলেন, বাংলাদেশ ভারতের ব্যবসায়িক চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভবিষ্যত নির্ভর করছে বৈশ্বিক বাণিজ্যের ওপর। বাংলাদেশ ভারত এখন উন্নয়নশীল দেশ। বাংলাদেশ একটি সুন্দর দেশ। বাংলাদেশের গ্রাম অঞ্চল পরিদর্শন করে আমি খুবই আনন্দিত। আমি ভাগ্যবান যে মোদি সরকারে আছি। ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে একে অপরকে সাহায্য করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বি-পাক্ষিক চুক্তি হচ্ছে সোনালী চুক্তি। বাংলাদেশের সঙ্গে ভারতের অনেক শহরের ট্রেন লাইন রয়েছে। ঢাকা জয়দেবপুর রেললাইন খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার ভোলার বাংলা বাজার ফাতেমা খানম কলেজের অডিটোরিয়ামে ভোলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব এবং ব্যবসা সংক্রান্ত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ও শিল্প এবং অসামরিক বিমানমন্ত্রী সুরেশ প্রভু এসব কথা বলেন। এর আগে ভারত ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ভোলার বাংলা বাজারে স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করেন। মন্ত্রী সুরেশ প্রভু আরও বলেন, ১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধের পূর্বে ১৯৫২ সালে বঙ্গবন্ধু বাংলা ভাষার জন্য আন্দোলন করেছেন। বঙ্গবন্ধুর ছিল অসাধারণ চুক্তির ক্ষমতা। তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে মৈত্রী চুক্তি স্থাপন করেন। আমরা বৈশ্বিক সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে সাহায্য করে করে যাচ্ছি। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন মহান নেতা। তিনি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ও ভারতের প্রধানমন্ত্রী এক সঙ্গে কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর প্রতি খুশি। তিনি আরও বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শূন্য হাতে দেশে পুনর্গঠনের কাজ শুরু করেছিল। বাজেট ছিল খুবই সীমিত। স্বাধীনতা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারাবদ্ধ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা। ভোলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপিত আবদুল মমিন টুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম এমপি, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, মিসেস উমা প্রভু, ভারতের সিভিল এভিয়েশনের যুগ্ম-সচিব শেফালী জুনিঘা, স্কয়ার গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর তপন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের সায়েম সোবাহান আনভির, ইসলাম গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
×