ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বীমা সুবিধা পাবেন ‘পাঠাও’র চালক-যাত্রী

প্রকাশিত: ০৬:০৯, ২৬ সেপ্টেম্বর ২০১৮

বীমা সুবিধা পাবেন ‘পাঠাও’র চালক-যাত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ সড়ক চলাচলে ‘নিরাপত্তা নিশ্চিতে’ দুর্ঘটনার শিকার চালক ও যাত্রীদের জন্য বীমা সুবিধা চালু করতে যাচ্ছে রাইড শেয়ারিং সেবাদাতা পাঠাও। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ডটলাইন বাংলাদেশের লিমিটেডের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী ডটলাইন বাংলাদেশের আইআর ইন্স্যুরেন্স ব্র্যান্ড কার্নিভ্যালের অধীনে ‘কাস্টমাইজ ইন্স্যুরেন্স’ দেয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ‘পাঠাও’র চালক ও যাত্রীদের। চুক্তি অনুযায়ী, ট্রিপের সময় দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য এক লাখ টাকা এবং আহত হয়ে অক্ষম হলে এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেয়া হবে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হলে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেয়া হবে। ডটলাইন বাংলাদেশের সার্বিক সহায়তায় ক্ষতিপূরণের টাকা দেবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হুসেইন এম ইলিয়াস, ডটলাইন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মেহেদী।
×