ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলছে মার্সেল ডিজিটাল ক্যাম্পেন সিজন-৩

প্রকাশিত: ০৬:১০, ২৬ সেপ্টেম্বর ২০১৮

চলছে মার্সেল ডিজিটাল ক্যাম্পেন সিজন-৩

চলছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেন সিজন-৩। এর আওতায় মার্সেল পণ্য কিনে রেজিস্টেশন করলেই ক্রেতারা পেতে পারেন নতুন গাড়ি, মোটরসাইকেল, ফ্রিজ, এলইডি টিভিসহ অসংখ্য পণ্য ফ্রি অথবা নিশ্চিত ক্যাশব্যাক। অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের উদ্যোগ বাস্তবায়নে এই ক্যাম্পেন চলছে। এর আগে চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত এবং জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত পরিচালিত ক্যাম্পেনে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় শুরু হয়েছে সিজন থ্রি। কর্তৃপক্ষ জানায়, গ্রাহক এসব সুবিধা পাবেন মার্সেলের ফ্রিজ, টিভি ও এসি কিনলে। মার্সেলের যে কোন শো-রুম থেকে ক্রেতারা প্রতিবার ফ্রিজ, টিভি ও এসি বা এয়ার কন্ডিশনার কিনে রেজিস্ট্রেশন করলেই ফিরতি এসএমএস এ ফ্রি পণ্য অথবা ক্যাশব্যাকের তথ্য পাবেন। ডিজিটাল ক্যাম্পেন সিজন-৩ কার্যকর হয়েছে চলতি মাসের প্রথম দিন থেকেই। -অর্থনৈতিক রিপোর্টার বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (এসএআই, বাংলাদেশ) ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তিন বছর মেয়াদে এশিয়ান অর্গানাইজেশন অব সুপ্রীম অডিট ইনস্টিটিউশনস (অঝঙঝঅও) এর গবর্নিং বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ৩ দিনব্যাপী (১৯-২২ সেপ্টেম্বর, ২০১৮) অনুষ্ঠিত অঝঙঝঅও এর ১৪তম অধিবেশনে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ মুসলিম চৌধুরীর নেতৃত্বে ৬ সদস্যের একটি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন
×