ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মীরসরাইয়ে ট্রাকচাপায় নিহত পাঁচ

প্রকাশিত: ০৬:২১, ২৬ সেপ্টেম্বর ২০১৮

মীরসরাইয়ে ট্রাকচাপায় নিহত পাঁচ

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর ॥ মীরসরাইয়ে ট্রাকচাপায় অটোরিক্সা চালক ও এক যাত্রীসহ ৫ জন নিহত হয়েছে। এ সময় আরও ৬ জন আহত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হন সিএনজি চালক উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শাহ আলম (৫০), দিদারুল আলম (৩৫), মীরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের মোঃ নবীর ছেলে কামরুল ইসলাম (৪৫), সিএনজি-অটোরিক্সা যাত্রী উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের মোঃ মহিউদ্দিন (৬০)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেয়ার সময় পথে মারা যান আরেক চালক দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোশাররফ হোসেন (২৫)। এ সময় আহত হন দুর্গাপুর ইউনিয়নের অটোরিক্সা চালক মোঃ লিটন (২৮), মোঃ সোহেল (২৪), মোঃ নবী (২৮), ট্রাকচালক খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার খাগড়াবিল গ্রামের মোশাররফ হোসেনের ছেলে রবিউল হক শাহীন (২২)। শাহীনকে প্রাথমিক চিকিৎসা শেষে জোরারগঞ্জ থানায় নেয়া হয়। স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন মেম্বার ও মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন বলেন, চালকের গাফিলতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকচাপায় যে ড্রাইভারগুলো নিহত হয়েছে তারা একেবারে নি¤œ শ্রেণীর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আরও নিঃস্ব হয়ে গেল পরিবারগুলো। সরকারীভাবে যদি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তাহলে হয়তো মাথা গোজার ঠাঁই হবে। চট্টগ্রামে রেলের নিরাপত্তা কর্মী স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর খুলশী জাকির হোসেন রোডে বাসচাপায় রেলের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। নিহত আবদুল আজিজ (২৯) রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মোটরসাইকেলে যাচ্ছিলেন রেলের নিরাপত্তা কর্মী আজিজ। পেছন থেকে দেশ ট্রাভেলস পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজিজ কুমিল্লা সদর উপজেলার কাপ্তাননগর এলাকার মোঃ আবদুর রশিদের পুত্র। কুড়িগ্রামে শিশু স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, উলিপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের হাজির বাজার নামক স্থানে। সোমবার সন্ধ্যার দিকে দীঘলহাইল্যা গ্রামের শামসুল হকের কন্যা শামিরা (৮) হাজির বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সা ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হলে রাতে তার মৃত্যু হয়।
×