ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থীদের জেগে উঠতে হবে ॥ হুইপ

প্রকাশিত: ০৬:২৪, ২৬ সেপ্টেম্বর ২০১৮

স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থীদের জেগে উঠতে হবে ॥ হুইপ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে নবীন, কৃতী শিক্ষার্থী ও নতুন প্রজন্মদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, এখনও শক্ররা দেশে বিচরণ করছে। করছে ষড়যন্ত্র। রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থীদের জেগে উঠতে হবে। মঙ্গলবার দিনাজপুর সরকারী কলেজের সম্মান ও মাস্টার্স পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীনবরণ এবং কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে হুইপ ইকবালুর রহিম বলেন, জনগণের টাকা দিয়ে ইঞ্জিনিয়ার, ডাক্তারসহ উচ্চশিক্ষায় শিক্ষিত হও তোমরা। তোমাদের দায়িত্ব হলো জনগণের সেবা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হারানো ব্যথাকে ভুলে জনগণের মুখে হাসি ফোটাতে এদেশকে সুখী সমৃদ্ধি করতে চান। দিনাজপুর সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বাছেদ ম-ল, দিনাজপুর সরকারী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ তহিদুল ইসলাম প্রমুখ।
×