ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:২৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮

মাদারীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৫ সেপ্টেম্বর ॥ মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ এ আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে শরীয়তপুর জেলার চন্দ্রপুর গ্রামের খালেক সরদারের ছেলে বাবু সরদার (২৬) মাদারীপুর শহরের রকেট বিড়ি রোডের শুকুর খাঁর ছেলে মোঃ উজ্জল খাঁ (২৭) মাজেদ চৌকিদারের ছেলে নাইম চৌকিদার (২৫)। রায়ের সময় দ-প্রাপ্ত উজ্জল পলাতক ছিল। জানা গেছে, মাদারীপুর পৌরসভার রকেট বিড়ি এলাকার খালেক সরদারের ছেলে বাবু সরদারের সঙ্গে মাদ্রা এলাকার শাহ আলম খানের মেয়ে শাহজাদী আক্তারের প্রেমের সম্পর্ক হয়। এই সম্পর্কে সূত্রে ধরে তারা বিয়ে করেন। বাবুর সঙ্গে বিয়ের আগে শাহজাদীর একাধিক যুবকের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল। এই শারীরিক সম্পর্কের ফলে শাহজাদী বিয়ের তিন মাস পর সন্তান প্রসব করে। এতে ক্ষুব্ধ হয়ে শাহজাদীকে হত্যার পরিকল্পনা করে বাবু সরদার। বাবুর বন্ধু নাইম চৌকিদার, উজ্জল খাঁ ২০১৩ সালের ২৮ জুলাই সন্ধ্যায় পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গুম করে। ওয়ান ইলেভেনের কুশীলবরা ষড়যন্ত্র করছে ॥ চীফ হুইপ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ সেপ্টেম্বর ॥ জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি বলেন, সারাবিশে^ আজ শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, তখন ওয়ান ইলেভেনের সেই কুশীলবরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ড. কামাল হোসেন যার কোন লোক নেই, কর্মী নেই, সংসদে আসন নেই, বি.চৌধুরী যাকে বিএনপি দল থেকে বহিষ্কার করেছে, যিনি রেললাইনে দৌড়ে জীবন রক্ষা করেছেন, ব্যারিস্টার মঈনুল ইসলাম, যিনি বঙ্গবন্ধুর হত্যাকা-ের সঙ্গে জড়িত ছিলেন বলে কথিত রয়েছে এবং আস.ম. রব যিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরি করেছিলেন এরা আজ জোট করেছেন। মঙ্গলবার বাউফলের নাজিরপুর ইউনিয়নে ব্যতিক্রমী এক অনুষ্ঠান ‘আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খানের সভাপতিত্ব করেন।
×